দিল্লির মসনদ কার?
২৫ এপ্রিল ২০১৪ন'দফা নির্বাচনের ষষ্ঠ পর্বে রাজনৈতিক দলগুলির ভাগ্য অনেকটাই নির্ধারিত হয়ে গেল৷ দক্ষিণী রাজ্য তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে বিজেপি যদি থাবা বসাতে পারে, তাহলে সরকার গঠনের পথে অনেকটাই এগিয়ে থাকবে বিজেপি – এমনটাই মনে করছেন ভোট বিশেষজ্ঞরা৷ সেই অর্থে বৃহস্পতিবারের ভোট তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে দুর্গরক্ষার লড়াই৷ তামিলনাড়ুর ৩৯টি আসনেই ভোট হয়৷ ভোট পড়ে ৭০ শতাংশের বেশি৷ ১৯৬৭ সাল থেকে কোনো জাতীয় দল সুবিধা করতে পারেনি এই রাজ্যে৷ তবে এবার ঐ রাজ্যে ছয়-দলীয় বিজেপি-জোট ৫০টির মতো আসন নিজেদের ঝুলিতে ভরতে পারবে বলে আশা ব্যক্ত করেছেন বিজেপির শীর্ষ নেতা ভেঙ্কাইয়া নাইডু৷ তবে চূড়ান্ত ছবিটা জানা যাবে ১৬ই মে৷
ষষ্ঠ পর্বে যে ১১টি রাজ্যে ভোট হলো, সেগুলি হলো আসামে ১৪টি আসনের মধ্যে প্রথম ও দ্বিতীয় দফায় হয়ে গেছে আটটি আসনের ভোট৷ আর এবার হলো ছয়টি আসনে৷ ভোট দিতে আসেন স্বপত্নী প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং৷ সংবাদমাধ্যমকে বলেন, তিনি মনে করেন না যে কোনো মোদী ঢেউ আছে৷ গোটাটাই মিডিয়ার মনগড়া৷ পশ্চিমবঙ্গে ৪২টি আসনের মধ্যে প্রথম দফায় হয়ে গেছে চারটি আসনে, আর এবার হলো চারটি জেলার ছয়টি আসনে৷ এর মধ্যে পাঁচটিতে জিতেছিল কংগ্রেস৷ ছয়টি আসনে ভোট পড়ে ৮০ শতাংশের মতো৷ প্রতিদ্বন্দ্বী প্রধান দলগুলি হলো শাসকদল তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, বামদল এবং বিজেপি৷
বিহারে ৪০টি আসনের মধ্যে ১৩টি আসনে ভোট আগের দফায় হয়ে গেছে৷ এবার হলো সাতটিতে৷ ভোট পড়ে ৫২ শতাংশের মতো৷ ছত্তিশগড়ে ১১টি আসনের মধ্যে গত দু'দফায় হয়ে গেছে চারটি আসনের ভোট৷ ষষ্ঠ পর্বে হলো সাতটি আসনে৷ মধ্যপ্রদেশে ৩৯টি আসনের মধ্যে আগেই দু'দফায় ভোট হয়ে গেছে ১৯টি আসনে, এবার হলো অবশিষ্ট ১০টি আসনে৷ ভোট পড়ে ৫৯ শতাংশ৷ উত্তর প্রদেশে ৮০টি আসনের মধ্যে দু'দফায় হয়ে গেছে ২১টি আসনে আর বৃহস্পতিবার হলো ১২টি আসনে৷ রাজস্থানে ২৫টি আসনের মধ্যে আগেই হয়ে গেছে ২০টি আসনের ভোট৷ এবার ভোট হলো অবশিষ্ট পাঁচটি আসনে৷ ভোটের হার ৫৬ শতাংশ৷ মহারাষ্ট্রে ৪৮টি আসনের মধ্যে আগে দু'দফায় হয়ে গেছে ২৯টি আসনে, ষষ্ঠ দফায় হলো ১৯টি আসনের ভোট৷ এর মধ্যে বেশিরভাগ আসন মুম্বই এবং শহরতলিতে৷ ভোটের হার সবাইকে নিরাশ করেছে, মাত্র ৩৫ শতাংশের মতো৷ মহারাষ্ট্রে হাড্ডাহাড্ডি লড়াই কংগ্রেস-এনসিপি জোট বনাম বিজেপি-শিবসেনা জোট৷
জম্মু-কাশ্মীরে ছয়টি আসনের মধ্যে আগে দু'দফায় হয়ে গেছে দুটি আসনে, আর এবার হলো একটি আসনে৷ মাত্র ৩২ শতাংশের মতো ভোট পড়লেও কোনো গন্ডগোল হয়নি৷ নিরাপত্তা ব্যবস্থা ছিল কড়া৷ প্রতিদ্বন্দ্বী দল এসি ও পিডিপি৷
এদিকে বারাণসী কেন্দ্র থেকে দাঁড়াতে বেশ ধুমধামের সঙ্গে মনোনয়ন-পত্র জমা দেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী৷ জনমোহিনী ভাষায় মোদী বলেন যে, তিনি পবিত্র শহর বারাণসী থেকে দাঁড়াচ্ছেন দলের নির্দেশে নয়, মা গঙ্গার ডাকে৷ মোদীর বিরুদ্ধে দাঁড়াচ্ছেন আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল এবং কংগ্রেসের রাই৷ মোদীর জনসভায় জঙ্গি হামলার ছক কষছে ইন্ডিয়ান মুজাহিদিন গোয়েন্দা সূত্রে জানতে পেরেছে সরকার৷ এই মর্মে সতর্কবার্তা পাঠানো হয়েছে সেইসব রাজ্যে, যেখানে মোদীর জনসভা করা কথা৷ জঙ্গিদের নিশানায় আছে বিশ্ব হিন্দু পরিষদের শীর্ষ নেতা প্রবীণ তোগাড়িয়া৷