1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দিল্লির মসনদ কার?

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি২৫ এপ্রিল ২০১৪

সাধারণ নির্বাচনের ষষ্ঠ দফার ভোটে অনেকটাই নির্ধারিত হয়ে গেল কোন দল বসবে দিল্লির মসনদে৷ ১১টি রাজ্য ও একটি কেন্দ্র শাসিত অঞ্চলের মোট ১১৭টি আসনে ভোট হয়ে গেল বৃহস্পতিবার৷ প্রাথমিক হিসেবে অন্যান্যবারের তুলনায় ভোট ভালোই পড়েছে৷

https://p.dw.com/p/1Bnxc
Wahlen Indien 2014
ছবি: DW/J. Sehgal

ন'দফা নির্বাচনের ষষ্ঠ পর্বে রাজনৈতিক দলগুলির ভাগ্য অনেকটাই নির্ধারিত হয়ে গেল৷ দক্ষিণী রাজ্য তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে বিজেপি যদি থাবা বসাতে পারে, তাহলে সরকার গঠনের পথে অনেকটাই এগিয়ে থাকবে বিজেপি – এমনটাই মনে করছেন ভোট বিশেষজ্ঞরা৷ সেই অর্থে বৃহস্পতিবারের ভোট তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে দুর্গরক্ষার লড়াই৷ তামিলনাড়ুর ৩৯টি আসনেই ভোট হয়৷ ভোট পড়ে ৭০ শতাংশের বেশি৷ ১৯৬৭ সাল থেকে কোনো জাতীয় দল সুবিধা করতে পারেনি এই রাজ্যে৷ তবে এবার ঐ রাজ্যে ছয়-দলীয় বিজেপি-জোট ৫০টির মতো আসন নিজেদের ঝুলিতে ভরতে পারবে বলে আশা ব্যক্ত করেছেন বিজেপির শীর্ষ নেতা ভেঙ্কাইয়া নাইডু৷ তবে চূড়ান্ত ছবিটা জানা যাবে ১৬ই মে৷

Wahlen Indien 2014
জম্মু-কাশ্মীরে ৩২ শতাংশের মতো ভোট পড়েছেছবি: DW/J. Sehgal

ষষ্ঠ পর্বে যে ১১টি রাজ্যে ভোট হলো, সেগুলি হলো আসামে ১৪টি আসনের মধ্যে প্রথম ও দ্বিতীয় দফায় হয়ে গেছে আটটি আসনের ভোট৷ আর এবার হলো ছয়টি আসনে৷ ভোট দিতে আসেন স্বপত্নী প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং৷ সংবাদমাধ্যমকে বলেন, তিনি মনে করেন না যে কোনো মোদী ঢেউ আছে৷ গোটাটাই মিডিয়ার মনগড়া৷ পশ্চিমবঙ্গে ৪২টি আসনের মধ্যে প্রথম দফায় হয়ে গেছে চারটি আসনে, আর এবার হলো চারটি জেলার ছয়টি আসনে৷ এর মধ্যে পাঁচটিতে জিতেছিল কংগ্রেস৷ ছয়টি আসনে ভোট পড়ে ৮০ শতাংশের মতো৷ প্রতিদ্বন্দ্বী প্রধান দলগুলি হলো শাসকদল তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, বামদল এবং বিজেপি৷

বিহারে ৪০টি আসনের মধ্যে ১৩টি আসনে ভোট আগের দফায় হয়ে গেছে৷ এবার হলো সাতটিতে৷ ভোট পড়ে ৫২ শতাংশের মতো৷ ছত্তিশগড়ে ১১টি আসনের মধ্যে গত দু'দফায় হয়ে গেছে চারটি আসনের ভোট৷ ষষ্ঠ পর্বে হলো সাতটি আসনে৷ মধ্যপ্রদেশে ৩৯টি আসনের মধ্যে আগেই দু'দফায় ভোট হয়ে গেছে ১৯টি আসনে, এবার হলো অবশিষ্ট ১০টি আসনে৷ ভোট পড়ে ৫৯ শতাংশ৷ উত্তর প্রদেশে ৮০টি আসনের মধ্যে দু'দফায় হয়ে গেছে ২১টি আসনে আর বৃহস্পতিবার হলো ১২টি আসনে৷ রাজস্থানে ২৫টি আসনের মধ্যে আগেই হয়ে গেছে ২০টি আসনের ভোট৷ এবার ভোট হলো অবশিষ্ট পাঁচটি আসনে৷ ভোটের হার ৫৬ শতাংশ৷ মহারাষ্ট্রে ৪৮টি আসনের মধ্যে আগে দু'দফায় হয়ে গেছে ২৯টি আসনে, ষষ্ঠ দফায় হলো ১৯টি আসনের ভোট৷ এর মধ্যে বেশিরভাগ আসন মুম্বই এবং শহরতলিতে৷ ভোটের হার সবাইকে নিরাশ করেছে, মাত্র ৩৫ শতাংশের মতো৷ মহারাষ্ট্রে হাড্ডাহাড্ডি লড়াই কংগ্রেস-এনসিপি জোট বনাম বিজেপি-শিবসেনা জোট৷

জম্মু-কাশ্মীরে ছয়টি আসনের মধ্যে আগে দু'দফায় হয়ে গেছে দুটি আসনে, আর এবার হলো একটি আসনে৷ মাত্র ৩২ শতাংশের মতো ভোট পড়লেও কোনো গন্ডগোল হয়নি৷ নিরাপত্তা ব্যবস্থা ছিল কড়া৷ প্রতিদ্বন্দ্বী দল এসি ও পিডিপি৷

এদিকে বারাণসী কেন্দ্র থেকে দাঁড়াতে বেশ ধুমধামের সঙ্গে মনোনয়ন-পত্র জমা দেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী৷ জনমোহিনী ভাষায় মোদী বলেন যে, তিনি পবিত্র শহর বারাণসী থেকে দাঁড়াচ্ছেন দলের নির্দেশে নয়, মা গঙ্গার ডাকে৷ মোদীর বিরুদ্ধে দাঁড়াচ্ছেন আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল এবং কংগ্রেসের রাই৷ মোদীর জনসভায় জঙ্গি হামলার ছক কষছে ইন্ডিয়ান মুজাহিদিন গোয়েন্দা সূত্রে জানতে পেরেছে সরকার৷ এই মর্মে সতর্কবার্তা পাঠানো হয়েছে সেইসব রাজ্যে, যেখানে মোদীর জনসভা করা কথা৷ জঙ্গিদের নিশানায় আছে বিশ্ব হিন্দু পরিষদের শীর্ষ নেতা প্রবীণ তোগাড়িয়া৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য