শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের শীর্ষ ৫ প্রার্থী
শনিবার শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে৷ মোট ৩৮ জন প্রার্থী হয়েছেন৷ এর মধ্যে জরিপে এগিয়ে থাকা পাঁচজন প্রার্থীর পরিচয় ছবিঘরে তুলে ধরা হচ্ছে৷
রনিল বিক্রমাসিংহে
২০২২ সালের জুলাই মাসে বিক্ষোভের মুখে তৎকালীন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে পালিয়ে যাওয়ার পর প্রেসিডেন্ট মেয়াদের বাকি সময়ের জন্য দায়িত্ব পান ৭৫ বছর বয়সি আইনজীবী রনিল বিক্রমাসিংহে৷ তবে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি শ্রীলঙ্কার ২২৫ আসনের সংসদের সবচেয়ে বেশি আসন থাকা দলের সমর্থন পাননি৷ অবশ্য ৯০ জন সাংসদের সমর্থন থাকায় তিনি একজন শক্তিশালী প্রার্থী হিসেবে আবির্ভূত হয়েছেন৷
সাজিথ প্রেমাদাসা
সাবেক প্রেসিডেন্ট রনসিংহে প্রেমাদাসার ছেলে ও বিরোধী নেতা তিনি৷ ৫৭ বছর বয়সি এ নেতার মধ্যপন্থি ও কিছুটা বামঘেঁষা দল আইএমএফ-এর ২.৯ বিলিয়ন ডলার বেইলআউট কর্মসূচিতে পরিবর্তন আনতে আগ্রহী৷ এছাড়া জীবনযাত্রার ব্যয় কমাতে চান তিনি৷
আনুরা কুমারা দিশানায়েকে
দুর্নীতির বিরুদ্ধে কঠোর মনোভাব ও দরিদ্রবান্ধব নীতির কারণে ৫৫ বছর বয়সি আনুরা কুমারা দিশানায়েকে নিজেকে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে তুলে ধরেছেন৷ এক জরিপে ৩৬ শতাংশ ভোট পেয়ে তিনি সবার চেয়ে এগিয়ে আছেন৷ এরপরে আছেন প্রেমাদাসা ও বিক্রমাসিংহে৷
নমল রাজাপাকসে, ৩৮
বয়স মাত্র ৩৮৷ জরিপে এগিয়ে থাকা পাঁচ জনের মধ্যে তরুণতম এই প্রার্থী পালিয়ে যাওয়া প্রেসিডেন্ট গোটাবায়া রাজপাকসের ভাতিজা৷ তার বাবা মাহিন্দা রাজপাকসেও প্রেসিডেন্ট ছিলেন৷ তার আরেক চাচা বাসিল রাজাপাকসের দল এসএলপিপি থেকে প্রার্থী হয়েছেন নমল রাজাপাকসে৷
নুওয়ান বোপেজ
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান তার৷ আইএমএফ-এর দিকে শ্রীলঙ্কার ঝুঁকে পড়ার বিরোধী তিনি৷ এছাড়া আরো বেশি করে দরিদ্রবান্ধব নীতি গ্রহণও সমর্থন করেন ৪০ বছর বয়সি নুওয়ান৷