শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্টের সামনে পাঁচ চ্যালেঞ্জ
শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন আনুরা কুমারা দিশানায়েকে৷ ঋণে জর্জরিত শ্রীলঙ্কার অর্থনীতিকে পুনরুদ্ধার করতে মার্ক্সবাদী দিশানায়েকেকে ভোট দিয়েছেন দেশটির জনগণ৷
অর্থনীতি ও প্রবৃদ্ধি
২০২২ সালে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ডসংখ্যক কমে যাওয়ায় সবচেয়ে প্রতিকূল অর্থনৈতিক অবস্থার মুখোমুখি হতে হয় সেখানকার নাগরিকদের৷ অর্থনীতি পুনরুদ্ধারে নানা পদক্ষেপ নেয়া হলেও এখনও বেশ কিছু খাতে সংস্কার ও উন্নয়ন বাকি আছে৷ অর্থনীতিকে স্থিতিশীল করে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার পাশাপাশি দিশানায়েকেকে দারিদ্র বিমোচনেও লড়াই করতে হবে৷
আইএমএফ এর ঋণ
২০২৩ সালের মার্চে আইএমএফ এর দেয়া ২৯০ কোটি ডলারের ঋণ শ্রীলঙ্কাকে রিজার্ভ বাড়াতে, মুদ্রাস্ফীতি রোধ ও চলমান মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সহায়তা করেছে৷ চলতি বছর জুনে কলম্বো চীন ও অন্যান্য ঋণদাতা দেশগুলোর সঙ্গে এক হাজার কোটি ডলারের দ্বিপাক্ষিক ঋণ পুনর্গঠনের চুক্তি করেছিল৷ গত সপ্তাহে এক হাজার ২৫০ কোটি ডলারের আন্তর্জাতিক বন্ড পুনর্গঠনের জন্য একটি খসড়া চুক্তিতে সম্মত হয়েছে৷
কর আদায়
দিশানায়েকে আইএমএফ এর ঋণের কারণে কঠোর কর নীতির সংশোধন করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ আইএমএফ এর বেলআউট শর্তাবলীর অধীনে একটি অন্তর্বর্তী বাজেট পাস করাও কঠিন হতে পারে৷ তবে দিশানায়েকে বলেছেন তিনি ঋণের শর্ত শিথিল ও করের পরিমাণ কমাতে আইএমএফ এর সঙ্গে আলোচনা করবেন৷
চাকরি ও সামাজিক নিরাপত্তা
দিশানায়েকে রাষ্ট্রীয় সংস্থাগুলোকে আরও লাভজনক করার প্রতিশ্রুতি দিয়েছেন৷ ২০ হাজার নতুন শিক্ষক নিয়োগ ও পর্যটনের মতো মূল আয়ের খাতে আরও সুযোগ তৈরির আশা প্রকাশ করেন তিনি৷ এছাড়াও চলমান সামাজিক নিরাপত্তার প্রকল্পগুলো সম্প্রসারণের প্রতিশ্রুতিও দিয়েছেন৷ তবে লোকসান সৃষ্টিকারী রাষ্ট্রীয় সংস্থাগুলোকে সংস্কার করা ও বৈদেশিক মুদ্রার সঞ্চয়ের চাপ এই প্রতিশ্রুতিগুলো দ্রুত এগিয়ে যাওয়ার পথে বাধা হতে পারে৷
ভূ-রাজনীতি
কলম্বো প্রতিবেশী ভারত ও চীনে, প্রধান ঋণদাতা ও বিনিয়োগকারীদের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছে৷ অর্থনীতি ও ভূরাজনীতি দুই ক্ষেত্রেই ভারসাম্যের চেষ্টা চলমান থাকবে বলে জানিয়েছে নতুন নির্বাচিত প্রেসিডেন্ট৷ জাপান, ভারত ও চীন শ্রীলঙ্কার এক হাজার ২৫০ কোটি ডলার ঋণে পুনর্বিবেচনার মূল পক্ষ ছিল৷ দিশানায়েকে তাদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ইচ্ছা প্রকাশ করেছেন৷