শ্বাসযন্ত্রের জটিলতা নিয়ে হাসপাতালে মাহাথির মোহাম্মদ
১৬ অক্টোবর ২০২৪বুধবার তার আদালতে শুনানিতে হাজির হওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি।
দুই দশকেরও বেশি সময় ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা ৯৯ বছর বয়সি মাহাথির মোহাম্মদ এর আগে হৃদরোগে আক্রান্ত হওয়ায় বাইপাস সার্জারি করতে হয়েছিল। সাম্প্রতিক বছরগুলোতে তাকে অনেকবার হাসপাতালে ভর্তি থাকতে হয়েছে। সবশেষ এ বছর জুলাইতেও তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।
বর্তমান উপ-প্রধানমন্ত্রীর নামে করা মানহানি মামলায় আদালতের শুনানিতে আজ মাহাথির মোহাম্মদের উপস্থিত হওয়ার কথা থাকলেও তিনি অসুস্থতার কারণে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি থাকায় আদালত শুনানি স্থগিত করেছে।
মাহাথির মোহাম্মদের এক সহকারি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, শ্বাসতন্ত্রের জটিলতায় সাবেক প্রধানমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। ২৫ অক্টোবর নাগাদ তিনি অসুস্থতাজনিত ছুটিতে থাকতে পারেন বলে জানান তিনি।
২০০৩ সাল পর্যন্ত ২২ বছর মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে তিনি পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেও মাত্র দুই বছরের মধ্যে সেই সরকার ভেঙে যায়।
এসএইচ/এসিবি (রয়টার্স)