dw.com এর বেটা সংস্করণ ভিজিট করুন৷ আমাদের কাজ এখনো শেষ হয়নি! আপনার মতামত সাইটটিকে আরো সমৃদ্ধ করতে পারে৷
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় নির্ধারিত সময়ের দুইদিন আগেই শেষ হলো ৩৭ তম অমর একুশে বইমেলা৷ প্রতিবছর পহেলা ফেব্রুয়ারিতে মেলা শুরু হলেও করোনার কারণে এ বছর তা শুরু হয় ১৮ মার্চ৷ দর্শনার্থী এবং ক্রেতাখরায় ছিল এ আয়োজন৷