1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজতুরস্ক

শিশুদের বিরুদ্ধে সহিংসতা : তুরস্কে এক অবহেলিত সমস্যা

৩০ সেপ্টেম্বর ২০২৪

সম্প্রতি তুরস্কে আট বছর বয়সি এক শিশুর হত্যাকাণ্ড বেশ আলোচিত হয়েছে৷ কয়েকদিন নিখোঁজ থাকার পর গত ৮ সেপ্টেম্বর তার বস্তাবন্দি লাশ পাওয়া যায়৷

https://p.dw.com/p/4lFXo
সম্প্রতি তুরস্কে আট বছর বয়সি এক শিশুর হত্যাকাণ্ড নিয়ে প্রতিবাদ ছড়িয়ে পড়েছবি: Anka

এই হত্যাকাণ্ড নিয়ে সামাজিক মাধ্যমে অনেক আলোচনা হয়েছে৷ বিচারমন্ত্রী ঐ শিশুর গ্রাম পরিদর্শন করেছেন৷ প্রেসিডেন্ট এর্দোয়ান হত্যাকারী বা হত্যাকারীদের কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন৷

শিশুটি যে গ্রামে থাকত সেই গ্রামটির কেউ এই হত্যাকাণ্ড নিয়ে কিছু বলছেন না৷ সে কারণে হত্যাকাণ্ডটি নিয়ে বেশি আলোচনা হচ্ছে বলে মনে করছেন অনেকে৷ হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে তার মা-বাবাসহ পরিবারের কয়েক সদস্যকে আটক করা হয়েছে৷

তুরস্কের মার্সিন বিশ্ববিদ্যালয়ের শিশু রক্ষা কেন্দ্রের হালিস ডকগজ বলছেন, শিশুটি যে সমাজে বাস করতো সেটি অনেক রক্ষণশীল৷ ঐ সমাজে বেশিরভাগ সময় যেটা দেখা যায় যে, হত্যাকারী সাধারণত পরিচিতদের মধ্যে কেউ হয়ে থাকে৷

তুরস্কের শিশু রক্ষা কেন্দ্র ফিসা বলছে, গত আড়াই বছরে দেশটিতে অন্তত ৬৪ জন শিশুকে হত্যা করা হয়েছে৷ বেশিরভাগ ক্ষেত্রে পারিবারিক সহিংসতার কারণে এসব হত্যা হয়ে থাকে৷ প্রকাশিত বিভিন্ন সূত্র থেকে এই তথ্য সংগ্রহ করেছে শিশু রক্ষা কেন্দ্র৷

তুরস্কের সরকার ২০১৬ সালের পর আর শিশু হত্যা বা নিখোঁজের তথ্য প্রকাশ করেনি৷ ঐ বছর প্রকাশিত তথ্য বলছে, ২০০৮ থেকে ২০১৬ সালের মধ্যে এক লাখ চার হাজার ৫৩১ শিশু নিখোঁজ ছিল৷

ডকগজ বলেন, পরিসংখ্যান থাকলে এমন সহিংসতা বন্ধের কৌশল ঠিক করা যেত৷

ফিসার কর্মকর্তা এগজি কোমানও তথ্য সংগ্রহ ও প্রকাশের উপর জোর দিয়েছেন৷ তিনি বলেন, সংশ্লিষ্ট তথ্য দেওয়ার জন্য জাতিসংঘ তুরস্ককে কয়েক বছর ধরে অনুরোধ জানিয়ে আসছে৷ ‘‘তাদের কাছে যদি তথ্য থেকে থাকে, আর তারা সেগুলো গোপন করে থাকে, তার মানে তার জবাবদিহিতা করতে চান না৷ বা পরিস্থিতি কতটা খারাপ সে বিষয়ে নাগরিকদের জানতে দিতে চান না৷ বা শিশুদের বিষয় তারা বিবেচনার যোগ্য বলে মনে করেন না,'' বলেন কোমান৷

এই বিষয়ে জানতে পরিবার মন্ত্রণালয় ও পরিসংখ্যান ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করেছিল ডিডাব্লিউ৷ কিন্তু কোনো উত্তর পাওয়া যায়নি৷

বিরোধী দলও এ বিষয়ে তথ্য জানতে সংসদে প্রশ্ন উত্থাপন করেছিল৷ কিন্তু তারাও কোনো উত্তর পায়নি৷

বুরাক উ্যনভেরেন/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য