1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিশুদের পছন্দ ট্যাবলেট

২৬ ডিসেম্বর ২০১৩

বলছি ট্যাবলেট কম্পিউটারের কথা৷ হালের এই প্রযুক্তি পণ্যটির ব্যবহার এতই সহজ যে, তিন বছরের একটা শিশুও সেটাতে ভিডিও দেখতে বা গেম খেলতে পারে৷ তাই চিন্তিত অনেক শিশু বিশেষজ্ঞ৷

https://p.dw.com/p/1AgmT
ছবি: Disney

মাত্র বছর তিনেক হলো ট্যাবলেট কম্পিউটারের আগমন হয়েছে৷ তাই এটা শিশুদের জন্য উপকারী নাকি ক্ষতিকর, সে ব্যাপারে এখনো উল্লেখযোগ্য গবেষণা হয়নি৷ শিশু বিশেষজ্ঞদের মতামতেও দেখা যাচ্ছে ভিন্নতা৷ একই কথা প্রযোজ্য বাবা-মা'র দৃষ্টিভঙ্গীর ক্ষেত্রেও৷

বিশেষজ্ঞরা যা বলেন

একদল বিশেষজ্ঞ মনে করেন টিভি দেখে বা ট্যাবলেটে ভিডিও দেখে বাচ্চাদের শিক্ষাগত বা অন্য কোনো উপকার হয়েছে, এমন প্রমাণ পাওয়া যায়নি৷ বরং টিভি ও ট্যাবের ব্যবহার মেধা বিকাশে সহায়ক এমন বিষয় অনুশীলনের সময়টা কমিয়ে দেয়৷

Kind vor dem Rechner
‘ট্যাবের ব্যবহার মেধা বিকাশে সহায়ক এমন বিষয় অনুশীলনের সময়টা কমিয়ে দেয়’ছবি: Getty Images

এই বিশেষজ্ঞরা এটাও মনে করিয়ে দিয়েছেন যে, যারা একটু বড় শিশু তাদের ক্ষেত্রে, বেশি সময় ধরে স্ক্রিনে কিছু দেখা, তাদের মানবীয় ব্যবহার ও সামাজিক আচরণের উন্নয়নে দেরি করিয়ে দেয়৷

যুক্তরাষ্ট্রের সিয়াটল শিশু হাসপাতালের চিকিৎসক ডা. দিমিত্রি ক্রিসটাকিস বলেন, শিশুদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাবা-মার সঙ্গে বেশি সময় কাটানো৷ ট্যাবলেট ব্যবহার যেন সেই পরিমাণটা কমিয়ে না দেয়, সেদিকে নজর রাখতে মা-বাবাকে পরামর্শ দিয়েছেন তিনি৷

ডা. ক্রিসটাকিস মনে করেন শিশুরা দিনে এক ঘণ্টা সময় টিভি বা ট্যাবলেটে কিছু দেখতে পারে, এর বেশি নয়৷ অবশ্য ‘অ্যামেরিকান অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিকস' এর মতে, সময়টা ঘণ্টা দুই হতে পারে, কিন্তু এর বেশি কখনোই নয়৷

নিউইয়র্কের আরেক চিকিৎসক ডা. রাহিল ব্রিগস মনে করেন, বেশি সময় ধরে টিভি দেখা বা ট্যাবলেট ব্যবহার ভাষা শিক্ষার গতি কমিয়ে দিতে পারে৷

এবার ট্যাবলেটের উপকারিতা সম্পর্কে বিশেষজ্ঞ মতামত জানবো আমরা৷ যুক্তরাষ্ট্রের ওয়াটারবুরি কানেকটিকাটের পোস্ট ইউনিভার্সিটির জিল বুবান বলেন, স্কুলে যাওয়ার আগে একটা শিশু যত বেশি প্রযুক্তি সম্পর্কে জ্ঞান লাভ করবে তত ভাল৷ এক্ষেত্রে তিনি ট্যাব কম্পিউটারের জন্য তৈরি শিক্ষা বিষয়ক অ্যাপ, বিশেষ করে যেগুলো ইন্টারঅ্যাকটিভ, সেগুলো ব্যবহারের উপর গুরুত্ব দিয়েছেন৷ এগুলো শিশুদের জন্য উপকারি হতে পারে বলে মনে করেন তিনি৷ তবে, তারপরও শিশুরা যেন বেশি সময় ধরে ট্যাব ব্যবহার না করে সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি৷

বাবা-মা'রা যা বলছেন

নিউ ইয়র্কের অ্যাডাম কোহেন তাঁর পাঁচ বছরের ছেলে মার্ককে দেড় বছর বয়সেই আইপ্যাড ব্যবহার করতে দিয়েছিলেন৷ মার্কের শিক্ষার ব্যাপারে আইপ্যাড বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানান তিনি৷

কোহেন বলেন, মার্কের নিজেরই একটা আইপ্যাড আছে, যেটা শিক্ষা বিষয়ক অ্যাপ দিয়ে ভর্তি৷ আর মার্কের ছোট বোন, যার বয়স এখনো এক হয়নি – নিজের আইপ্যাড না থাকায় তাকে (বোনকে) এখনই হতাশ দেখায়!

আরেক বাবা সমারফেল্ড জানান, তাঁদের কোনো আইপ্যাড নেই৷ এবং তাঁদের পাঁচ বছরের ছেলের বয়স তিন হওয়ার আগে তাকে টিভিও দেখতে দিতেন না৷ এখন অবশ্য ছেলেকে মাঝেমধ্যে আইফোনে অ্যাপ ব্যবহার করতে দেন৷ ছেলেও সেটা খুব পছন্দ করে বলে জানান সমারফেল্ড৷

জেডএইচ / এসিবি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য