1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিমুকে অমানবিক নির্যাতনের অভিযোগ

৩০ নভেম্বর ২০১০

সেনানিবাসের বাড়ি নিয়ে আইনি লড়াইয়ে হেরে গেলেন খালেদা জিয়া৷ আজ হরতাল৷ রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে প্রতিবেদন৷ আর শিমুকে নির্যাতনের অভিযোগ৷

https://p.dw.com/p/QLTV
নারী নির্যাতন কমানো যাচ্ছে না (ফাইল ফটো)

সেনানিবাসের বাড়ি

সেনানিবাসের বাড়ি নিয়ে বিরোধী নেত্রীর আপিল শুনানি খারিজ করে দিয়েছে আদালত৷ গণমাধ্যম এই খবরটি বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে৷ দৈনিক সমকাল জানাচ্ছে, ‘বাড়ি ফিরে পেলেন না খালেদা'৷ আইনি লড়াইয়ে চূড়ান্তভাবে হেরে গেছেন তিনি৷ ফলে ৬ মইনুল রোডের বাড়িটিতে আর ফিরে যেতে পারেবেন না খালেদা জিয়া৷ এই নিয়ে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ প্রদর্শন করে বিএনপিপন্থী আইনজীবীরা৷ একই বিষয়ে দৈনিক ইত্তেফাকের শিরোনাম, ‘খালেদা জিয়ার আপিল খারিজ'৷

বিএনপি'র হরতাল

‘সারাদেশে বিএনপি'র সকাল সন্ধ্যা হরতাল আজ', জানাচ্ছে দৈনিক যুগান্তর৷ এই হরতালকে সফল করতে বিএনপি নেত্রী নিজেই সবকিছু দেখভাল করছেন৷ তাছাড়া জামায়াতসহ বিএনপির মিত্র অন্য দলগুলোও এই হরতালকে সমর্থন দিয়েছে৷ এদিকে, হরতালের দিন কঠোর অবস্থান নিয়েছে নিরাপত্তা বাহিনী৷ শুধু রাজধানীতেই মোতায়েন থাকবে বারো হাজার পুলিশ ও ব়্যাব৷ এছাড়া হরতালের আগের রাতে সংঘর্ষের খবর জানিয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷ শিরোনাম, ‘রাজধানীতে ৯ গাড়িতে আগুন'৷ হরতালের আগের রাতে অজ্ঞাতনামারা এসব গাড়িতে আগুন ধরিয়ে দেয়৷

জাপান সফরে শেখ হাসিনা

‘পদ্মা সেতু নির্মাণে ৪০ কোটি ডলার দেবে জাপান'৷ হাসিনার জাপান সফর সংক্রান্ত খবরের শিরোনাম এটি৷ দৈনিক প্রথম আলো এই শিরোনামে জানিয়েছে, সোমবার সন্ধ্যায় জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান এর সঙ্গে সাক্ষাত করেন শেখ হাসিনা৷ দুই নেতার বৈঠকে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানির বিষয়টিও উঠে এসেছে৷ এক্ষেত্রে জাপানের কাছ থেকে জিএসপি সুবিধা পেতে রুলস অফ অরিজিন শিথিলের অনুরোধ করেছেন শেখ হাসিনা৷

শিমুকে পেটানোর অভিযোগ

দৈনিক কালের কণ্ঠের শিরোনাম, ‘তুচ্ছ কারণে শিমুকে পিটিয়ে জখম করেন ডাবলু'৷ বিএনপি মহাসচিব খোন্দকার দেলাওয়ার হোসেনের বড় ছেলে ডাবলু৷ অভিযোগ উঠেছে গত ১৫ বছর ধরে প্রথম স্ত্রী শিমুকে শারীরিক নির্যাতন করে চলেছে এই ডাবলু৷ বৃহস্পতিবার রাতেও নির্যাতনের শিকার শিমু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়