1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিসুদান

শান্তি বৈঠকের জন্য় প্রস্তুত সুদানের আরএসএফ

২৪ জুলাই ২০২৪

অ্যামেরিকা দীর্ঘদিন ধরে এই প্রস্তাব দিচ্ছিল সুদানে লড়াইরত যুযুধান দুই গোষ্ঠীকে। সুদানের সেনা এখনো কোনো মন্তব্য় করেনি।

https://p.dw.com/p/4ieKv
সুদানের পরিস্থিতি
ছবি: AFP

আগামী মাসে সুইজারল্য়ান্ডে শান্তি বৈঠকের ডাক দিয়েছে অ্যামেরিকা। দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি এবং শান্তি বৈঠকের প্রস্তাব দেয়া হয়েছে। সুদানের বিরোধী পক্ষ, আরএসএফ প্রধান মোহাম্মেদ হামদান দাগালো এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, অ্যামেরিকার এই প্রস্তাব সমর্থন করছেন তারা। শান্তি বৈঠকের জন্য় তারা প্রস্তুত।

সমাজমাধ্য়মে দাগালো লিখেছেন, 'আমি এই প্রস্তাবকে সমর্থন করি। সৌদি আরব, অ্যামেরিকা এবং সুইজারল্য়ান্ড এই শান্তি বৈঠকের প্রস্তাব দিয়েছে। আগামী ১৪ অগাস্ট এই বৈঠক হওয়ার কথা।"

দাগালোর বক্তব্য়, সুদানে শান্তি প্রতিষ্ঠা হওয়া দরকার। মানুষ আইনের শাসন চাইছেন। তার জন্য় এই বৈঠক অত্য়ন্ত গুরুত্বপূর্ণ।

দাগালো মন্তব্য় করলেও এখনো পর্যন্ত সুদানের সেনা বাহিনী এই নিয়ে কোনো মন্তব্য় করেনি। বস্তুত, দাগালো এবং তার আরএসএফ সেনা বাহিনীর একটি অংশ ছিল। সেনার বিরুদ্ধে বিদ্রোহ করে তারা লড়াই শুরু করে। দুই পক্ষই সাধারণ মানুষের উপর আক্রমণ শানিয়েছে। সেনা এখনো পর্যন্ত যুদ্ধবিরতিতে সায় দেয়নি।

ভয়াবহ পরিস্থিতি

গত বছর এপ্রিল মাসে সুদানে গৃহযুদ্ধ শুরু হয়েছিল। লড়াই হচ্ছে আরএসএফ-এর দাগালোর সঙ্গে সেনাপ্রধান আবদেল ফাতা বুরহানের।

মার্কিন মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেছেন, ''আপাতত একটাই লক্ষ্য। যুযুধান দুই পক্ষকে আলোচনার টেবিলে বসানো। এই ভয়াবহতা বন্ধ করার এটিই প্রথম ধাপ।''

সুদানের এই লড়াইয়ে কয়েক লাখ মানুষ উদ্বাস্তু হয়েছেন। পার্শবর্তী দেশগুলিতে গিয়ে তারা আশ্রয় নিয়েছেন। বহু মানুষের প্রাণ গেছে। তার মধ্যেশিশু এবং নারীও আছে। পরিস্থিতি যা, তাতে যে কোনো সময় সুদানজুড়ে দুর্ভিক্ষ শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে যুদ্ধ বন্ধ হওয়া আশু প্রয়োজন।

এসজি/জিএইচ (রয়টার্স, এএফপি)