1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লোকের মন রাখার বাজেট

শীর্ষ বন্দ্যোপাধ্যায় কলকাতা
১০ ফেব্রুয়ারি ২০২০

২০২১ পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করল রাজ্য সরকার৷ প্রথাগতভাবেই তাতে লোকের মন রাখার একাধিক প্রকল্প ঘোষিত হল৷ যথারীতি সমালোচনায় বিরোধীরা৷

https://p.dw.com/p/3XYrO
পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী ড. অমিত মিত্র বাজেট পেশ করছেন ছবি: DW/S. Bandopadhyay

পরের বছর ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট৷ কাজেই প্রবীণ নাগরিক, বেকার যুবসমাজ এবং ক্ষুদ্র শিল্পোদ্যোগীদের জন্য একাধিক প্রকল্পের ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী ড. অমিত মিত্র৷ সেই সঙ্গে এবারের কেন্দ্রীয় বাজেটে কর্মসংস্থানের কোনও ইঙ্গিত না থাকার জন্য খোঁচা দিলেন৷ বললেন, আমাদের বাজেট জনমুখী বাজেট৷ অর্থমন্ত্রী দাবি করলেন, গত আর্থিক বছরে রাজ্যে নয় লাখ ১১ হাজার নতুন কর্মসংস্থান হয়েছে৷ আগামী বছরে যাতে আরও বেশি কাজের সুযোগ তৈরি হয়, সেদিকে নজর দিয়েছে সরকার৷ রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এই প্রতিশ্রুতিকে কটাক্ষ করে বলেছেন, মানুষকে ঘুষ দিয়ে কোনও লাভ হবে না৷ পরের নির্বাচনে কোনও সুবিধেই করতে পারবে না তৃণমূল কংগ্রেস৷ রাজ্যে এখন কেবল সিন্ডিকেটরাজ চলছে৷ সেটা মানুষ বুঝছে৷
অর্থমন্ত্রী অমিত মিত্র এদিন ২.‌৫৬ লক্ষ কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করেছেন, যা আগের বছরের থেকে ৭.‌৪% বেশি৷ তাতে ‘‌কর্মসাথী’ নামে নতুন একটি প্রকল্পের ঘোষণা করা হয়েছে, যাতে প্রতি বছর এক লক্ষ যুবক-যুবতী স্বনির্ভর হওয়ার সুযোগ পাবেন৷ তার জন্য দুই লাখ টাকা পর্যন্ত সাহায্য করবে সরকার৷ এই খাতে এবারের বাজেটে মোট বরাদ্দ ৫০০ কোটি টাকা৷ এর পাশাপাশি শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের পুরো দায়িত্ব সরকার নিয়ে নিল৷ আগে পিএফ তহবিলে সরকার দিত ৩০ টাকা আর শ্রমিকরা দিত ২৫ টাকা৷ এবার থেকে পুরো টাকাই সরকার দেবে৷ চা বাগানের শ্রমিকদের আবাসন গড়ে দেওয়ার জন্য ঘোষিত হয়েছে ‘‌চা সুন্দরী’ নামে একটি নতুন প্রকল্প৷ ৩৫ লক্ষ দরিদ্র বাড়িতে নিখরচায় বিদ্যুৎ পৌঁছে দিতে ঘোষিত হয়েছে ‘‌হাসির আলো’ প্রকল্প, বরাদ্দ ২০০ কোটি টাকা৷ এর পাশাপাশি তফসিলি জাতির ২১ লক্ষ এবং তফসিলি উপজাতির আরও প্রায় চার লক্ষ প্রবীণ সদস্যের জন্য এক হাজার টাকা করে ভাতা ঘোষণা করেছেন অমিত মিত্র৷
তবে এদিন বাজেট প্রস্তাব পেশের পর অর্থমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী একসঙ্গে কেন্দ্র সরকারের বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন৷ তাঁদের অভিযোগ, রাজ্যে এত জনমুখী প্রকল্প, অনেক ক্ষেত্রেই পশ্চিমবঙ্গ সারা দেশের মধ্যে সেরা, কিন্তু কেন্দ্র প্রায় ৫০ হাজার কোটি টাকার বকেয়া পাওনা দিচ্ছে না৷ কেন্দ্রীয় বাজেট পেশের আগে এই বকেয়া অঙ্ক ছিল ৩৮ হাজার কোটি টাকা৷ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী লিখিতভাবে এই প্রাপ্য মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছিলেন৷ কিন্তু বাজেটে দেখা গেল, বরাদ্দ আরও কমিয়ে দেওয়া হয়েছে৷ এদিন জানিয়েছেন অর্থমন্ত্রী৷