অসহায় ‘রানি’
ছবির এই প্রাণীটি কিন্তু সিংহী৷ নাম তার ‘কুইন’, অর্থাৎ রানি৷ কিন্তু সিংহ ‘বনের রাজা’ হলে কী হবে, লেবাননে বনের রাজা, বনের রানি – সবারই খুব দুরবস্থা৷ ছবির এই সিংহীর অবস্থা দেখুন৷ খুব ছোটবেলায় তাকে এক চিড়িয়াখানা থেকে কিনে নিয়েছিল একজন৷ শুরুতে একটু আদর-যত্ন পেলেও কয়েকদিন পর এত নিষ্ঠুর আচরণ শুরু হলো যে ভীষণ অসুস্থ হয়ে পড়ল রানি৷ শেষমেশ পুলিশ তাকে উদ্ধার করে৷