1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লেগো দিয়ে তৈরি জার্মানির ফুটবল স্টেডিয়াম

১৬ সেপ্টেম্বর ২০২১

ফুটবলপ্রেমীরা নানাভাবে নিজেদের আবেগ ও ভালোবাসা প্রকাশ করেন৷ ব্রিটেনের এক কিশোর জার্মান ফুটবল লিগের অনুরাগী হিসেবে লেগো ব্লক দিয়ে একের পর এক স্টেডিয়াম তৈরি করে চলেছে৷

https://p.dw.com/p/40NlD
Euromaxx | Lego
ছবি: DW

জো ব্রায়ান্ট ফুটবল খুব ভালোবাসে৷ বিশেষ করে জার্মান বুন্ডেসলিগা তার বিশেষ পছন্দ৷ নয় বছর বয়স থেকে ব্রিটেনের এই কমবয়সি মানুষটি এক মিশন শুরু করেছে৷ ওয়েস্ট সাসেক্স অঞ্চলের ক্রলি শহরের এই কিশোর লেগো ব্লক দিয়ে জার্মান বুন্ডেসলিগার ১৮টি স্টেডিয়ামের মডেল তৈরি করতে চায়৷ স্মৃতিচারণ করতে গিয়ে জো বলে, ‘‘আমি আরো কম বয়সে স্ট্যান্ড তৈরি করতে শুরু করেছিলাম৷ তারপর ছুটিতে বেড়াতে গিয়ে অনেক জার্মান ফুটবল দেখেছিলাম৷ জার্মান লিগের অনেক ম্যাচ দেখে পছন্দ হওয়ায় সে সময়েই আমি লেগো দিয়ে আস্ত স্টেডিয়াম তৈরির সিদ্ধান্ত নিচ্ছিলাম৷ তাই ঠিক করলাম, জার্মান ফুটবল স্টেডিয়াম তৈরি করবো৷''

এমন শখ মেটাতে গিয়ে বাসায় জায়গা কমে চলেছে৷ কারণ গত কয়েক মাসে সে আরও পাঁচটি স্টেডিয়াম তৈরি করেছে৷ বোরুসিয়া ডর্টমুন্ড টিমের ভেস্টফালেন স্টেডিয়ামও তার মধ্যে রয়েছে৷ জো ব্রায়ান্ট বলে, ‘‘এই স্টেডিয়াম তৈরি এখনো পর্যন্ত আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল৷ কারণ সেটির এত রকম বৈশিষ্ট্য রয়েছে৷ যেমন ছাদের নীচে অক্ষর রয়েছে, ছাদটিও বেশ জটিল৷ তার উপর সৌর প্যানেল ও নক্সা রয়েছে৷ মনে হয় এটি আমার তৈরি সবচেয়ে নিখুঁত স্টেডিয়াম৷''

স্টেডিয়াম তৈরি করে সেটির ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে জো৷ ১৩ বছরের এই কিশোর মূল স্টেডিয়ামের একাধিক ছবির ভিত্তিতে কাজ করে৷ অনেক ভালোবাসা ও নিষ্ঠা নিয়ে সে খুঁটিনাটী বিষয়গুলির প্রতি বিশেষ মনোযোগ দেয়৷

বাবা ফিল ব্রায়ান্ট তার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শদাতা৷ ছেলের শখ সম্পর্কে তিনি বলেন, ‘‘আট-নয় বছর বয়সে স্টেডিয়াম তৈরির সময় এখনকার মতো ওর কাছে ব্রিক ছিল না৷ ফলে স্টেডিয়ামগুলি এখনকার তুলনায় অনেক সাদামাটা দেখতে হতো৷ অথচ মজার বিষয় হলো, সেগুলির মধ্যে কয়েকটি তার তৈরি আজকের স্টেডিয়ামগুলির তুলনায় ইউটিউবে অনেক বেশি জনপ্রিয় হয়েছে৷''

মডেল তৈরি থেকে শুরু করে বাড়ির বাগানের কাজ – সব ক্ষেত্রেই জো ব্রায়ান্ট নিজের জ্ঞানের উন্নতির চেষ্টা করে৷ তার তৈরি স্টেডিয়ামের কদর বুঝতে হলে বুন্ডেসলিগা ক্লাবগুলির আমন্ত্রণপত্র দেখতে হবে৷ ২০১৯ সালে ব্রেমেনে ভেসার স্টেডিয়ামে বুন্ডেসলিগা ম্যাচের বিরতির সময় সে নিজের তৈরি মডেল দেখানোর সুযোগ পেয়েছিল৷ চারিদিকে ফ্যানদের মাঝে এমন অভিজ্ঞতা তার কাছে সত্যি অনবদ্য মনে হয়েছিল, আসলে সবটাই স্বপ্নের মতো লাগছিল৷

আপাতত সে এফসি ইউনিয়ন বার্লিনের স্টেডিয়ামের মডেল তৈরি করতে ব্যস্ত৷ বড় ফরম্যাটের মডেল তৈরি করতে জো ব্রায়ান্টের ৬,০০০ পর্যন্ত লেগো ব্লকের প্রয়োজন হয়৷ ফ্যানরা তাকে সেগুলি জোগাড় করতে সাহায্য করে৷ জো ব্রায়ান্ট বলে, ‘‘ইউনিয়ন বার্লিন স্টেডিয়াম তৈরির সময়ে ক্লাবের ফ্যানরা আমাকে স্কোর বোর্ডের জন্য নির্দিষ্ট  কিছু ব্রিকের ক্ষেত্রে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছিল৷ তারা থ্রিডি প্রিন্ট করে বেশ কয়েকটি বিশেষ টুকরো পাঠিয়েছিল৷''

জো ধীরে ধীরে মডেলগুলিকে আরও জটিল করে তুলছে৷ ফলে চ্যালেঞ্জও বাড়ছে৷ এর কারণ ব্যাখ্যা করে সে বলে, ‘‘প্রত্যেকটির বৈশিষ্ট্য আলাদা বলে কাজ আরো কঠিন হয়ে পড়ে৷ যেমন আমি আগে কখনো ইউনিয়ন বার্লিন স্টেডিয়ামের মতো গাছপালা ও ঢালের নকল করি নি৷ ভল্ফসবুর্গ স্টেডিয়ামের উঁচু ছাদও অনন্য৷ নানা খুঁটিনাটী বিষয় ও রংয়ের নক্সার কারণে ডর্টমুন্ড তো বিশাল চ্যালেঞ্জ!''

জো ব্রায়ান্টের ‘টু ডু' তালিকায় মিউনিখের আলিয়ানৎস অ্যারেনাও রয়েছে৷ এবারের ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে সেটাই ছিল জার্মানির একমাত্র স্টেডিয়াম৷ প্রায় দুই মাস নির্মাণ কাজের পর এফসি ইউনিয়ন বার্লিন ক্লাবের স্টেডিয়ামের কাজ অবশেষে শেষ হয়েছে৷

প্রেচ/জোন্স/এসবি