1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিটল মিস পিরিয়ড: ঋতুস্রাব নিয়ে ট্যাবু ভাঙ্গার চেষ্টা

২২ ডিসেম্বর ২০১৯

জাপানে এখনো ঋতুস্রাব ‘নোংরা কিছু' বলে বিবেচিত হয়, যা নিয়ে প্রকাশ্যে কথা বলাও অস্বস্তিকর৷ সমাজের এই ট্যাবু ভাঙ্গার প্রয়াস হিসেবে গতমাসে সেখানে ‘লিটল মিস পিরিয়ড' নামে একটি চলচ্চিত্র মুক্তি পায়৷

https://p.dw.com/p/3VE3T
Schauspielerin  Fumi Nikaido Little Miss Period Japan
ছবি: Reuters/Y. Kogyo

জাপানে ‘লিটল মিস পিরিয়ড’-এর যাত্রা শুরু অবশ্য কমিক চরিত্র হিসেবে৷ গোলাপি রঙের পানির ফোঁটার মতো দেখতে লাল ঠোঁট আর লাল প্যান্ট পরা এই চরিত্র নিয়ে একই নামে এবার চলচ্চিত্র নির্মাণ করেছে ইয়শিমোতো কোগয়ো কোম্পানি লিমিটেড৷

চরিত্রটি দর্শকরা ইতিবাচকভাবেই নিয়েছেন৷ সিনেমাটিকে সহজ ভাষায় লিঙ্গ নিয়ে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ভাবা হচ্ছে৷ যদিও কিছু নগরী থেকে সিনেমাটিকে সেই একই গৎবাঁধা কথা এবং নারীদের প্রতি সমাজের অমনযোগিতা দেখানো হয়েছে বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে৷

লিঙ্গ বৈষম্যের কারণে জাপানের মতো উন্নত দেশেও নারীদের এখন অনেক ক্ষেত্র পুরুষদের তুলনায় পিছিয়ে থাকতে হয়৷

ওসাকা ইউনিভার্সিটির অধ্যাপক কাজুই মুতা বলেন, ‘‘এখনো এমন একটা বিষয় যেটা লুকিয়ে রাখা হয় এবং অনেক মানুষের এটা সম্পর্কে সঠিক ধারণাই নেই৷’’

‘‘যদিও আমি ওই কমিক চরিত্রটির শতভাগ প্রশংসা করতে পারছি না....তবে যদি এটা সমাজের সঙ্কোচ ভাঙতে এবং শিক্ষার ক্ষেত্রে একটি পদক্ষেপ হতে পরে তবে সেটা ভালো কিছুই হবে৷’’

এ মাসে তাইওয়ানে এবং জানুয়ারিতে হংকংয়ে চলচ্চিত্রটি মুক্তি পাবে৷ চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতেও সিনেমাটি প্রদর্শনীর বিষয়ে আলোচনা চলছে৷

Schauspielerin  Fumi Nikaido Little Miss Period Japan
‘লিটল মিস পিরিয়ড' সিনেমা অকো নামের এক নারীকে ঘিরেছবি: Reuters/I. Kato

এদিকে, এই সিনেমা মুক্তির  আগে দিয়ে জাপানে ঋতুস্রাব নিয়ে এক দফা বির্তক হয়ে গেছে৷ দেশটির ডিপার্টমেন্টাল স্টোর ‘দাইমারু' কয়েক সপ্তাহ আগে নারীকর্মীদের ঋতুস্রাবের দিনগুলোতে ‘পিরিয়ড ব্যাজ' পরার পরামর্শ দিয়েছিল, যাতে সহকর্মীরা বিশেষ দিনগুলোতে তার বিষয়ে একটু যত্নশীল থাকতে পারে৷

কিন্তু এটার মাধ্যমে নারীরা হেনেস্তার শিকার হতে পারেন এ আশঙ্কায় সমালোচনা শুরু হলে দাইমারু কর্তৃপক্ষ বিষয়টি পুনরায় বিবেচনার সিদ্ধান্ত নেয়৷ 

ইতিহাস বলে, মধ্যযুগে জাপানে রজঃস্রাবের সময় নারীদের বাড়ি থেকে দূরে একটি কুঁড়েঘরে থাকতে হতো৷ তখন বিশ্বাস ছিল, মাসের নির্দিষ্ট ওই সময়টাতে নারীরা অপবিত্র থাকে৷

‘লিটল মিস পিরিয়ড' সিনেমা অকো নামের এক নারীকে ঘিরে৷ তিনি একটি প্রকাশনা সংস্থায় সম্পাদকের কাজ করেন এবং তার পুরুষ বস মাসের ওই দিনগুলোতে তাকে খুব সামান্য ছাড়ই দেন৷ অন্যদিকে, অকোর বিপত্নীক ছেলেবন্ধু একাই মেয়েকে বড় করছেন৷

সিনেমায় এক জায়গায় অকোকে বলতে শোনা যায়, ‘‘যদি পুরুষদের পিরিয়ড হতো, বছরে একবার হলেও৷’’

জাপানের নারীবাদীরা সিনেমাটি সব পুরুষের দেখা উচিত বলে মন্তব্য করেছেন৷

এসএনএল/এসিবি (রয়র্টাস)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

নতুন মজুরি বোর্ডে যদি শ্রমিকদের বেতন যৌক্তিকভাবে বাড়ানো হয় তাহলে পোশাকের দাম বাড়ানোতে আপত্তি নেই সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ
প্রথম পাতায় যান