লন্ডনে ১১ বছরের শিশুকে ছুরিকাঘাত
১৩ আগস্ট ২০২৪হামলায় শিশুটির মা-ও সামান্য আহত হয়েছেন৷ পুলিশ জানিয়েছে, শিশুটির আঘাতও প্রাণঘাতী নয়৷
পুলিশ মনে করছে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা৷ ছুরিকাঘাতের সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই বলে মনে করছেন তারা৷
মধ্য লন্ডনের এই এলাকাটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়৷ ছুরিকাঘাতের পরপরই সেখান থেকে ৩২ বছর বয়সি এক ব্যক্তিকে আটক করে পুলিশ৷
এক বিবৃতিতে পুলিশ জানায়, ‘‘এখন একটি জরুরি তদন্ত চলছে এবং গোয়েন্দারা ঠিক কী ঘটেছিল সে সম্পর্কে বিস্তারিত জানতে কাজ করছেন৷ ঘটনার আলামত দেখে আমাদের কাছে মনে হচ্ছে না যে, সন্দেহভাজন ও ভুক্তভোগীরা একে অপরের পরিচিত ছিল৷''
আগস্টের শুরুতে উত্তর ইংল্যান্ডে এক হামলায় তিন নারী নিহত হন৷ সন্দেহভাজন হত্যাকারীকে ইসলামপন্থি অভিবাসী হিসাবে ভুলভাবে চিহ্নিত করে অনলাইনে গুজব ছড়ানো হয়৷ সেই ঘটনার পরপর সৃষ্ট দাঙ্গার কারণে ইতিমধ্যে যুক্তরাজ্যের পুলিশ উচ্চ সতর্ক অবস্থানে রয়েছে৷
এসএইচ/এসিবি (রয়টার্স)