1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজযুক্তরাজ্য

লন্ডনে ১১ বছরের শিশুকে ছুরিকাঘাত

১৩ আগস্ট ২০২৪

সোমবার (১২ আগস্ট) লন্ডনের লাইচেস্টার স্কয়ারে ছুরিকাঘাতে ১১ বছরের এক নারী শিশু গুরুতর আহত হয়েছে৷ হামলার ঘটনায় স্থানীয় পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করেছে৷

https://p.dw.com/p/4jPVW
লন্ডন পুলিশের গাড়ি
ছুরিকাঘাতের সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই বলে মনে করছে লন্ডন পুলিশছবি: Henry Nicholls/AFP

হামলায় শিশুটির মা-ও সামান্য আহত হয়েছেন৷ পুলিশ জানিয়েছে, শিশুটির আঘাতও প্রাণঘাতী নয়৷

পুলিশ মনে করছে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা৷ ছুরিকাঘাতের সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই বলে মনে করছেন তারা৷

মধ্য লন্ডনের এই এলাকাটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়৷ ছুরিকাঘাতের পরপরই সেখান থেকে ৩২ বছর বয়সি এক ব্যক্তিকে আটক করে পুলিশ৷

এক বিবৃতিতে পুলিশ জানায়, ‘‘এখন একটি জরুরি তদন্ত চলছে এবং গোয়েন্দারা ঠিক কী ঘটেছিল সে সম্পর্কে বিস্তারিত জানতে কাজ করছেন৷ ঘটনার আলামত দেখে আমাদের কাছে মনে হচ্ছে না যে, সন্দেহভাজন ও ভুক্তভোগীরা একে অপরের পরিচিত ছিল৷''

আগস্টের শুরুতে উত্তর ইংল্যান্ডে এক হামলায় তিন নারী নিহত হন৷ সন্দেহভাজন হত্যাকারীকে ইসলামপন্থি অভিবাসী হিসাবে ভুলভাবে চিহ্নিত করে অনলাইনে গুজব ছড়ানো হয়৷ সেই ঘটনার পরপর সৃষ্ট দাঙ্গার কারণে ইতিমধ্যে যুক্তরাজ্যের পুলিশ উচ্চ সতর্ক অবস্থানে রয়েছে৷

এসএইচ/এসিবি (রয়টার্স)