তার বয়স মাত্র ১৮ বছর। লাজিওর যুব দলে তিনি ফুটবল দক্ষতার ছাপ রেখেছেন। আর তাই তিনি ঠাঁই পেলেন মূল দলে। তবে সাবস্টিটিউট বা অতিরিক্ত প্লেয়ার হিসাবে। তিনি হলেন রোম্যানো ফ্লোরিয়ানি মুসোলিনি। তবে নিজের জার্সিতে মুসোলিনি লেখেননি। লিখেছেন ফ্লোরিয়ানি এম। এর আগেও যুব দলে খেলেছেন তিনি। সেখানেও জার্সিতে লেখা ছিল ফ্লোরিয়ানি এম। মুসোলিনি লেখেননি।
আসলে তার দাদুর বাবা বেনিটো মুসোলিনি ছিলেন দুই দশক ধরে ইটালি শাসন করা স্বৈরাচারী শাসক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি হিটলারের সঙ্গে হাত মিলিয়ে লড়েছিলেন। সেই সূত্রেই হিটলার ও মুসোলিনির নাম একসঙ্গে অনেক সময়ই উচ্চারিত হয়। মুসোলিনিকে ইটালিতে ফ্যাসিবাদের জনক বলা হয়।
নিজের জার্সিতে মুসোলিনি লেখেন না, শুধু এম ব্যবহার করেন রোম্যানো।
অতিরিক্ত প্লেয়ার হিসাবে থাকলেও তাকে মাঠে নামাননি কোচ। এই খেলায় লাজিও ৪-১ গোলে হেরে যায়। তরুণ ডিফেন্ডার মুসোলিনি দলের বেঞ্চে বসে খেলা দেখেছেন। তবে তিনি মিডফিল্ডেও খেলতে পারেন। রোম্যানো হলেন মাউরো ফ্লোরিয়ানি ও আলেসান্দ্রা মুসোলিনির ছেলে। আলেসান্দ্রা ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সদস্য ছিলেন।
-
কালে কালে জাতীয়তাবাদ
নাৎসিতে পিষ্ট ইহুদি
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের উপর চালানো হয় গণহত্যা৷ হিটলারের নেতৃত্বে জার্মান নাৎসি বাহিনী ইউরোপের ইহুদি জনগোষ্ঠীর প্রায় ৬০ লাখ মানুষকে নির্বিচারে হত্যা করে৷
-
কালে কালে জাতীয়তাবাদ
মুসোলিনি ফ্যাসিবাদ
‘ইটালির ফ্যাসিবাদের জনক’ বলা হয় বেনিতো মুসোলিনিকে৷ ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টির এই নেতা ১৯২২-১৯৪৩ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন৷ ১৯২৫ সালে গণতন্ত্রপ্রথা বাতিল করে চালু করেন একনায়কতন্ত্র এবং পুলিশের সহায়তায় দমন করনে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের৷
-
কালে কালে জাতীয়তাবাদ
ট্রাম্পের দেয়াল
মেক্সিকো থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে আসা অভিবাসীদের সন্তানদের আলাদা করার ঘোষণা দিয়ে সমালোচিত হন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের নির্বাহী আদেশেও স্বাক্ষর করেছেন তিনি৷
-
কালে কালে জাতীয়তাবাদ
নিন্দিত মোদী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনামলে দেশটিতে সংখ্যালঘু মুসলমান ও খ্রিষ্টানদের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ ওঠে৷ মুসলিম অধ্যুষিত এলাকায় পরিবর্তন আনতে মোদী সরকার হিন্দুদের উৎসাহিত করছে বলেও অভিযোগ রয়েছে৷
-
কালে কালে জাতীয়তাবাদ
এরদোগানের রোষানলে
২০১৬ সালে ব্যর্থ অভ্যুত্থান সামাল দেয়ার পর আরো শক্তি সঞ্চয় করা তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যেপ এরদোগানের সরকার প্রায় ৫০ হাজার মানুষকে গ্রেপ্তার করে, সরকারি চাকরি থেকে বরখাস্ত করে এক লাখ ১০ হাজারের বেশি মানুষকে এবং বন্ধ করে দেয় বেশ কয়েকটি গণমাধ্যম৷
-
কালে কালে জাতীয়তাবাদ
শ্বেতাঙ্গ জাতীয়তাবাদে শঙ্কা
উগ্র শ্বেতাঙ্গ জাতীয়তাবাদে উদ্ভুদ্ধ হয়ে বিভিন্ন দেশে অস্ত্র নিয়ে হামলা করে নির্বিচারে মানুষ হত্যার ঘটনা দিন দিন বাড়ছে৷ অনেকই মনে করেন ইসলাম বিদ্বেষী মনোভাব থেকে এসব ঘটনা ঘটছে৷
-
কালে কালে জাতীয়তাবাদ
উগ্র বামপন্থা
ইউরোপে সন্ত্রাসবাদ নিয়ে ইউরোপলের এক প্রতিবেদনে বামপন্থিদের উত্থানের বিষয়টি সামনে আসে৷ ইটালি, গ্রিস ও সুইডেন, জার্মানির কয়েকটি স্থানে নৈরাজ্য সৃষ্টিতে উগ্র বামপন্থিদের সংশ্লিষ্টতার প্রমাণও পাওয়া যায়৷
-
কালে কালে জাতীয়তাবাদ
সতর্ক ইইউ
ইউরোপে উগ্র জাতীয়তাবাদের উত্থান টের পেয়ে জনগণকে নাৎসিবাদ ও স্টালিনবাদের নিপীড়নের কথা মনে করিয়ে দিয়ে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে ২০১৭ সালে বিবৃতি দিয়েছেন ইইউ-র নেতারা৷ উগ্র জাতীয়তাবাদ, বিদেশিদের সম্পর্কে অহেতুক ভয় সৃষ্টি এবং ঘৃণা ছড়ানো বক্তব্য থেকে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন তারা৷
জন সিল্ক/জিএইচ