dw.com এর বেটা সংস্করণ ভিজিট করুন৷ আমাদের কাজ এখনো শেষ হয়নি! আপনার মতামত সাইটটিকে আরো সমৃদ্ধ করতে পারে৷
শরণার্থী শিবির, তাতে কী? সেখানে তো কোনো আনন্দ আয়োজনে বাধা নেই! শফিকা আর সাদ্দাম তাই নিজেদের নতুন জীবন শুরু করলেন আশ্রয় শিবিরেই৷ মিয়ানমার থেকে পালিয়ে আসা এই দু’জন রোহিঙ্গা শরণার্থী গত মাসের শেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন৷
হাও গুই/এপিবি