নোয়াখালীর জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস ডয়চে ভেলেকে বৃহস্পতিবার জানান, ‘‘চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের অফিস থেকে দু'মাস আগে আমার দপ্তরে একটি চিঠি পাঠানো হয়৷ আর সরকারের সেই চিঠিতে নোয়াখালীর চরাঞ্চলে রোহিঙ্গা ক্যাম্প স্থাপনের জন্য সুবিধাজনক ও প্রশস্ত জায়গা পাওয়া যাবে কিনা জানতে চাওয়া হয়৷'' তিনি জানান, ‘‘প্রথমে নোয়াখালীর সুবর্ণ চরে জমি দেখা হয়েছিল৷ কিন্তু সেখানে পাওয়া যায়নি৷ পরে হাতিয়ার চরাঞ্চলে ৫০০ একর জায়গা পাওয়া যায়৷ সেখানে আমি রোহিঙ্গা ক্যাম্প করার প্রস্তাব পাঠিয়েছি সরকারে কাছে৷''
কবে নাগাদ কক্সবাজার থেকে হাতিয়ায় রোহিঙ্গা ক্যাম্প সরিয়ে আনা হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘‘এটা সরকারের বিষয়৷ আমরা সরকার অনুমতি পেলে জমি অধিগ্রহণের কাজ শুরু করব৷'' প্রাথমিক কাজে এ জন্য যে খরচ হচ্ছে তা সরকারি তহবিল থেকেই করা হচ্ছে বলে জানান তিনি৷
হাতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. মঈনুদ্দীন ডয়চে ভেলেকে জানান, ‘‘হাতিয়ার পূর্বদিকের ওই চরটি স্থানীয়ভাবে ঠেঙ্গারচর নামে পরিচিত৷ সেখানে কোনো জনবসতি নেই৷ সেখানে বন বিভাগের ১২ হাজার একর জমি রয়েছে৷ সেই জমি থেকেই ৫০০ একর জমি অধিগ্রহণের প্রস্তাব দিয়েছে নোয়াখালী জেলা প্রশাসন৷''
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘‘আমরা প্রস্তাব দিয়েছি, জরিপ করে ওই চরের জমি বন বিভাগের কাছ থেকে নিতে হবে৷ তবে এই প্রক্রিয়া শেষ করতে কিছুটা সময় লাগবে৷''
-
বাংলাদেশে শরণার্থী, বাংলাদেশের শরণার্থী
বাংলাদেশ নবম
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর ‘গ্লোবাল ট্রেন্ডস-২০১৩’ শীর্ষক বার্ষিক প্রতিবেদনে বলছে, বিশ্বের শরণার্থী আশ্রয়দাতা দেশের তালিকায় বাংলাদেশের স্থান নবম৷ প্রতিবেদনে বলা হয়, দেশের অর্থনীতির তুলনায় ধারণক্ষমতার দিকে থেকে বাংলাদেশ পৃথিবীর নবম শরণার্থী আশ্রয়দাতা দেশ৷
-
বাংলাদেশে শরণার্থী, বাংলাদেশের শরণার্থী
কতজন শরণার্থী?
দক্ষিণ-পূর্ব বাংলাদেশে দুটি সরকারি শরণার্থী শিবিরে ৩০ হাজারের মতো মিয়ানমারের (রোহিঙ্গা) শরণার্থী বসবাস করছে বলে জানিয়েছে ইউএনএইচসিআর-এর প্রতিবেদন৷ শিবিরের বাইরে আছে আরও দুই থেকে পাঁচ লাখ অনিবন্ধিত ব্যক্তি৷
-
বাংলাদেশে শরণার্থী, বাংলাদেশের শরণার্থী
আশ্রয়প্রার্থী
হ্যাঁ৷ বাংলাদেশেও কেউ কেউ আশ্রয় প্রার্থনা করেছেন৷ ইউএনএইচসিআর ওয়েবসাইটের বাংলাদেশ পাতায় এমন আশ্রয়প্রার্থীর সংখ্যা নয়জন বলে জানানো হয়েছে৷ ২০১৪ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত সংখ্যাটা এমন ছিল বলে উল্লেখ করা হয়৷
-
বাংলাদেশে শরণার্থী, বাংলাদেশের শরণার্থী
বাংলাদেশের শরণার্থী
উন্নত জীবনের আশায় বাংলাদেশ থেকে অনেকেই বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন৷ অনেকক্ষেত্রে তাঁরা জীবনের ঝুঁকি নিয়ে সাগর পথে রওনা দেন৷ কেউ গন্তব্যে পৌঁছে গ্রেপ্তার হয়ে ফিরে আসেন৷ কেউ বা শরণার্থী পরিচয় পান৷ বাংলাদেশের এমন শরণার্থীর সংখ্যা ৯,৮৩৯ জন৷
-
বাংলাদেশে শরণার্থী, বাংলাদেশের শরণার্থী
বাংলাদেশের আশ্রয়প্রার্থী
উন্নত বিশ্বে কোনোভাবে ঢুকে গিয়ে রাজনৈতিক আশ্রয় প্রার্থনার চল অনেকদিন ধরেই চলছে৷ জাতিসংঘের হিসেবে বাংলাদেশের এমন আশ্রয়প্রার্থীর সংখ্যা ২২,১২৮ জন৷ সংখ্যাটা ২০১৪ সালের জানুয়ারি পর্যন্ত প্রযোজ্য৷
-
বাংলাদেশে শরণার্থী, বাংলাদেশের শরণার্থী
স্বপ্নের শুরু টেকনাফে
বঙ্গোপসাগর পাড়ি দিয়ে থাইল্যান্ড, মালয়েশিয়ার মতো দেশে যাওয়ার চেষ্টা করেন অনেক বাংলাদেশি৷ এ জন্য তাঁরা দালালদের অনেক অর্থও দিয়ে থাকেন৷ তাঁদের এই যাত্রা শুরু হয় টেকনাফ থেকে৷
-
বাংলাদেশে শরণার্থী, বাংলাদেশের শরণার্থী
ছোট নৌকা থেকে বড় নৌকায়
টেকনাফ থেকে প্রথমে ছোট নৌকায় যাত্রা শুরু হয়৷ তারপর একসময় মাছ ধরার বড় নৌকা বা কার্গোতে যাত্রীদের তুলে দেয়া হয়৷ সাধারণত অক্টোবর থেকে পরবর্তী পাঁচ মাসকে সমুদ্র যাত্রার জন্য সঠিক সময় বলে বিবেচনা করা হয়৷
-
বাংলাদেশে শরণার্থী, বাংলাদেশের শরণার্থী
খাবার, পানির অভাব
ইউএনএইচসিআর-এর একটি প্রতিবেদন বলছে, যাঁরা সাগর পথে বঙ্গোপসাগর পাড়ি দেয়ার চেষ্টা করেন তাঁদের অনেকে খাবার ও পানির অভাবে অসুস্থ হয়ে পড়েন৷ এছাড়া দালালরা অনেক সময় তাঁদের সঙ্গে খারাপ আচরণও করে৷
লেখক: জাহিদুল হক
জেলা প্রশাসক বদরে মুনীর জানান, ‘‘জায়গাটি হাতিয়া উপজেলা সদর থেকে অনেক দূরের পথ৷ আমি জায়গা পরিদর্শন করেছি৷ এখানে কোন মানুষের বসতি এখন নেই৷''
উল্লেখ্য, কক্সবাজার থেকে নোয়াখালীর হাতিয়ার মাঝে পুরোটাই সাগর৷ তবে দু'টি জেলাই চট্টগ্রাম বিভাগে৷
জানা গেছে, মানবপাচার নিয়ে যে সংকট তৈরি হয়েছে, সেই সংকট কাটাতেই কক্সবাজার থেকে রোহিঙ্গা ক্যাম্প নেয়াখালীর হাতিয়ায় সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্য কয়েক মাস আগেই এই পরিকল্পনার জানান৷ তিনি রোহিঙ্গা ক্যাম্পগুলো কক্সবাজার থেকে ‘সুবিধাজনক' স্থানে সরানোর কথা বলেছিলেন৷
কক্সবাজারের জেলা প্রশাসক আলি হোসেন ডয়চে ভেলেকে জানান, স্থানীয়ভাবে নানা সমস্যার সৃষ্টি করছে৷ তারা নানা অপরাধে জড়িয়ে পড়েছে৷' তিনি জানান, ‘‘নোয়াখালীর হাতিয়ার কোনো একটা অঞ্চলে রোহিঙ্গা ক্যাম্প এখান থেকে সরিয়ে নেয়া হবে৷ নোয়াখালীর জেলা প্রশাসক জমি অধিগ্রহণের বিষয়টি দেখছেন৷''
কবে নাগাদ ও কী প্রক্রিয়ায় ক্যাম্প সরানোর কাজ বাস্তবায়ন হবে, সে বিষয়ে এখনই কিছু বলতে পারছেননা কক্সবাজারের জেলা প্রশাসক৷ তিনি জানান, ‘‘আনুষ্ঠানিকভাবে প্রক্রিয়া বাস্তবায়ন শুরু হলেই বিস্তারিত জানানো যাবে৷''
কক্সবাজারের কুতুপালং ও নয়াপাড়ায় বর্তমানে রোহিঙ্গাদের দু'টি শরণার্থী ক্যাম্প রয়েছে৷ এতে নিবন্ধিত ৩৪ হাজার রোহিঙ্গা শরণার্থী থাকলেও এর বাইরে পাঁচ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে রয়েছে বলে সরকারের হিসাব৷
মিয়ানমারে জাতিগত ও রাজনৈতিক কারণে
নিপীড়নের শিকার মুসলিম রোহিঙ্গারা দুই দশক আগে ব্যাপক হারে বাংলাদেশে ঢোকা শুরু করে৷ এই শরণার্থীদের ফিরিয়ে নিতে দীর্ঘ দিন ধরে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়ে আসছে বাংলাদেশ সরকার৷ মিয়ানমার রোহিঙ্গাদের নিজের দেশের নাগরিক হিসেবেও মানতে নারাজ৷ এ নিয়ে আন্তর্জাতিক চাপও উপেক্ষা করে আসছে দীর্ঘ দিন ধরে ৷
২০১২ সালে মিয়ানমারে নতুন করে জাতিগত দাঙ্গা শুরু হলে সীমান্তে রোহিঙ্গাদের চাপ বাড়লেও রোহিঙ্গা শরণার্থীদের ভার বহন করে আসা বাংলাদেশ নতুন করে কাউকে ঢুকতে না দেয়ার অবস্থান নেয়৷
এদিকে কক্সবাজার থেকে রোহিঙ্গা ক্যাম্প সরানো হচ্ছে এই খবরে সেখানকার স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন৷ তারা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন৷ তবে নোয়াখালী তথা হাতিয়ার স্থানীয়রা এর বিরোধিতা করছেন৷ নোয়াখালীর সাংবাদিক জাহিদুর রহমান শামিম ডয়চে ভেলেকে জানান, ‘‘নোয়াখালীর বাসিন্দারা তাদের এলাকা হাতিয়ায় রোহিঙ্গা ক্যাম্প স্থাপনের বিরোধিতায় আন্দোলন শুরু করতে পারে৷'' তবে নোয়াখালীর জেলা প্রশাসক বদরে মুনির বলেন, ‘‘হাতিয়ার চরে যেখানে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প হবে সেটা জনবসতি থেকে অনেক দূরে৷ তাই স্থানীয় লোকদের কোন সমস্যা হবার কথা নয়৷''