1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে অন্তত ১৫ জনের মৃত্যু

হারুন উর রশীদ স্বপন ঢাকা
২৩ মার্চ ২০২১

কক্সবাজারে রেহিঙ্গা ক্যাম্পের আগুনে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশন ইউএনএইচসিআর৷ সংস্থাটির মতে আর চারশ'রও বেশি নিখোঁজ আর ৪৫ হাজারেরও বেশি রোহিঙ্গা আশ্রয় হারিয়েছেন৷

https://p.dw.com/p/3r0KX
ছবি: Shafiqur Rahman/AP Photo/picture alliance

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ সাহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানিয়েছেন তারা মঙ্গলবার বিকাল পর্যন্ত সাতটি মরদেহ উদ্ধার করেছেন৷ উখিয়া থানার ওসি জানান, ওই সাত জনের শরীর পুড়ে বিকৃত হয়ে গেছে৷ তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি৷

ইউএনএইচসিআর-এর বাংলাদেশ প্রতিনিধি জোহানেস ভ্যান ডার ক্লাও জেনেভার সাথে এক ভিডিও কনফারেন্সে আরো জানান আগুনে রোহিঙ্গাদের ১০ হাজার ঘর পুড়ে গেছে৷ আহত হয়েছেন ৫৬০ জন৷ তিনি বলেন, ‘‘রোহিঙ্গা ক্যাম্পে এত বড় আগুনের ঘটনা আগে কখনো হয়নি৷ এই আগুন ভয়াবহ এবং ধংসাত্মক৷’’

বুধবার উখিয়ার বালুখালির ৮( ডাব্লিউ) নাম্বার ক্যাম্প থেকে আগুনের শুরু৷ এরপর তা পাশের ৮(ই), ৯ এবং ১০ নাম্বার ক্যাম্পে ছড়িয়ে পড়ে৷

তাঁবু খাটানোর কিছু সামগ্রী বিতরণ করা হয়েছে যাতে তাবুতে আশ্রয় নিতে পারেন: মো. সামছুদ্দোহা নয়ন

শরণার্থী ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসনের অতিরিক্ত কমিশনার মো. সামছুদ্দোহা নয়ন জানান, এখনো ক্ষয়ক্ষতি নিরূপণ শেষ হয়নি, কাজ চলছে৷ সর্বোচ্চ ১০ হাজার ঘর পুড়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে৷ আর ৫০ হাজারের মত রোহিঙ্গা তাদের আশ্রয় হারিয়েছেন৷

তিনি জানান, ‘‘তাদের একটি অংশ অন্য ক্যাম্পে আশ্রয় নিয়েছেন৷ যারা আশ্রয় পাননি তাদের ট্রানজিট ক্যাম্পে রাখা হয়েছে৷ তাদের মধ্যে তাঁবু খাটানোর কিছু সামগ্রী বিতরণ করা হয়েছে যাতে তাবুতে আশ্রয় নিতে পারেন৷ আর তাদের হাই প্রোটিন বিস্কুট এবং রান্না করা খাবার দেয়া হয়েছে৷’’

আগুনে মোহাম্মদ শাকেরের পুরো আশ্রয় পুড়ে গেছে৷ তিনি তার সন্তানকে নিয়ে ডাক্তার দেখাতে সোমবার চট্টগ্রাম গিয়েছিলেন৷ বিকেলে তিনি আগুনের খবর পান৷ তিনি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফিরে দেখেন সব পুড়ে গেছে৷ ৯ নাম্বার ক্যাম্পে তার স্ত্রী সন্তান ও বাব-মাসহ পরিবারের ১৪ জন থাকতেন৷ তিনি রাতে আর তাদের খুঁজে পাননি৷ সকালে পাশের ক্যাম্পে তাদের খুঁজে পান৷ তিনি জানান, ‘‘তাদের কিছুই রক্ষা পায়নি৷ শুধু গায়ের কাপড় ছাড়া কিছু নাই৷’’ তিনি বলেন, ‘‘আমার চোখ এখন যতদূর যায় সবই পুড়ে গেছে৷ কোনো ঘর নাই৷ শুধু ছাই৷’’

রোহিঙ্গা ক্যাম্পে আগুন: নিহত অন্তত ১৫, নিখোঁজ ৪০০

শাকের তার পরিবারের সদস্যদের নিয়ে তিন বছর আগে মিয়ানমার থেকে বাংলাদেশে আসেন৷ মিয়ানমারের মংডু জেলায় তাদের বাড়ি৷

শাহ আলম এবং সুলতানা ক্যাম্পেই ছিলেন৷ তারা জানান, আগুনের শিখা দেখেই তারা সবাইকে নিয়ে দ্রুত ক্যাম্প থেকে বের হয়ে যান৷ তবে পুরুষদের অধিকাংশই ক্যাম্পের বাইরে ছিলেন৷ কেউ তাদের সম্পদ রক্ষা করতে পারেননি৷

ব্র্যাকের মানবিক প্রোগ্রামের পরিচালক সাজেদুল হাসান জানান, ‘‘অনেক শিশু ডিসপ্লেসড হয়ে গেছে৷ তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না৷ ব্রাকের পক্ষ থেকে একটি সেন্টার খুলে নিখোঁজ শিশুদের তালিকা করে তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে৷ এছাড়া ক্ষতিগ্রস্তদের সীমিত আকারে শুকনা ও রান্না করা খাবার দেয়া হচ্ছে৷ তাদের তাঁবুও দেয়া হচ্ছে৷ তবে তা প্রয়োজনের তুলনায় আপ্রতুল৷’’

শুধু গায়ের কাপড় ছাড়া কিছু নাই: মোহাম্মদ শাকের

স্থানীয় সূত্র থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত ২০০ শিশু নিখোঁজের খবর পাওয়া পাওয়া গেছে৷ তাদের মধ্যে সাতটি শিশুকে খঁজে বের করেছেন ব্র্যকের ভলান্টিয়াররা৷

কারণ অজানা

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানান, আগুনের কারণ জানা যায়নি৷ ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের পরিচালকের (অপারেশন) নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷ তিনি মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷ তিনি বলেন, এত বড় আগুনের ঘটনা অতীতে রোহিঙ্গা ক্যাম্পে আর কখনো ঘটেনি৷ রোহিঙ্গা নেতা ইউনূস আরমান বলেন, এত বড় আগুনের ঘটনা কীভাবে ঘটল তা এখন জানা যায়নি৷ আগুন এক ক্যাম্প থেকে আরেক ক্যাম্পে ছড়িয়ে পড়ে দ্রুত৷ সাজেদুল হাসান বলেন, বাঁশ কাঠের কারণে সম্ভবত দ্রুত আগুন ছড়িয়ে পড়ে৷ তিনি জানান, আগুনের মহড়া হয় সেখানে৷ ফায়ার ফাইটিং-এর কিছু সরঞ্জামও আছে৷ তবে তার কিছু ব্যবহার করা যায়নি৷

মোহাম্মদ আব্দুল্লাহ জানান, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে মঙ্গলবার সকাল আটটার দিকে৷ তদের সাতটি ইউনিট কাজ করে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য