1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রুশপন্থি বিচ্ছিন্নবাদীদের সঙ্গে ইউক্রেনের চুক্তি

২ অক্টোবর ২০১৯

ইউক্রেনের পূর্বাংশে বিচ্ছিন্নতাবাদীদের দখলে থাকা অঞ্চলটিতে স্থানীয় নির্বাচন করার জন্য তাদের সঙ্গে চুক্তি করেছে দেশটির সরকার৷ 

https://p.dw.com/p/3QeGL
Ukraine | Präsident Volodymyr Zelenskyy besuchte  Streitkräfte  im Gebiet Luhansk
ছবি: The Presidential Administration of Ukraine

দেশটির নতুন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির এক নম্বর নির্বাচনি প্রতিশ্রুতি ছিল এ অঞ্চলে শান্তি ফিরিয়ে আনা৷

বেলারুশের রাজধানী মিনস্কে মঙ্গলবার ইউক্রেন সরকার ও বিচ্ছিন্নতাবাদী দলের প্রতিনিধিরা বৈঠকে মিলিত হন এবং চুক্তি করেন৷ চুক্তি অনুযায়ী, ইউরোপের অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশনের পরিদর্শক দলের উপস্থিতিতে নির্বাচন হতে হবে এবং পরিদর্শক দল একে অবাধ ও নিরপেক্ষ বললেই তা গ্রহণযোগ্য হবে৷

২০১৪ সালে রাশিয়া ক্রাইমিয়া দখল করার পর ইউক্রেনের পূর্বাঞ্চলের দনেৎস্ক ও লুহানস্ক রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের দখলে চলে যায়৷ এরপর থেকে ইউক্রেনের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে এ অঞ্চলে কমপক্ষে ১৩ হাজার মানুষ মারা গেছেন এবং ৪০ হাজার আহত হয়েছেন৷ প্রায় ১৫ লাখ মানুষ গেল পাঁচ বছরে ঘরহারা হয়েছেন৷

এ অবস্থায় গত মে মাসে দায়িত্ব নেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি৷ দায়িত্ব নেয়ার পর থেকে এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করে যাচ্ছেন তিনি৷

প্রেসিডেন্ট জেলেন্সকির নেতৃত্বে ইউক্রেনের নতুন সরকারের অধীনে শান্তি আনার পথে এটাই প্রথম বড় উদ্যোগ৷ তবে এ উদ্যোগের সমালোচনাও হচ্ছে অনেক৷

এর আগে প্রেসিডেন্ট জেলেন্সকি বলেছিলেন, ‘অস্ত্রের মুখে' কোনো নির্বাচন হবে না৷ সরকার রাশিয়া সীমান্তের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে পারলেই কেবল নির্বাচন দেবে৷ কিন্তু এই চুক্তিতে প্রেসিডেন্ট তাঁর অবস্থান থেকে সরে এসেছেন বলে অভিযোগ করছেন সমালোচনাকারীরা৷ কিয়েভে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদীরা৷

সাবেক প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কোও এ উদ্যোগের সমালোচনা করেছেন৷

জেডএ/এসিবি (এপি, ডিপিএ)