রিয়াল মাদ্রিদ কি এখনই নতুন কোচ খুঁজছে ? | খেলাধুলা | DW | 22.02.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

খেলাধুলা

রিয়াল মাদ্রিদ কি এখনই নতুন কোচ খুঁজছে ?

স্প্যানিশ ফুটবল গুজবের জগতে এখন সবচেয়ে জোর আলোচনা রিয়াল মাদ্রিদের কোচ খোঁজা নিয়ে৷ সবাই বলছে বিপর্যস্ত কোচ মানুয়েল পেল্লেগ্রিনিকে বদলাতে চায় রিয়াল৷

default

‘অক্টোবর বিপর্যয়' এর পর থেকেই পেল্লেগ্রিনিকে সহ্য করতে পারছিলেন না প্রেসিডেন্ট পেরেস

চ্যাম্পিয়ন্স লিগের সাম্প্রতিক পরাজয়ের পর গণমাধ্যমও এক হাত দেখে নিয়েছে পেল্লেগ্রিনিকে৷ পেল্লেগ্রিনির বিদায় যদি আসন্নই হয় তাহলে রিয়ালের সম্ভাব্য নতুন কোচের তালিকায় এগিয়ে আছে ইন্টার মিলানের হোসে মোরিনো, লিভারপুলের রাফা বেনিতেজ, আশি দশকের রিয়াল তারকা গেতাফে বোস মিশেলের নাম৷ এমনটাই গুঞ্জন মাদ্রিদের বাতাসে৷ কিন্তু কেন এই বিপর্যয় পেল্লেগ্রিনির ?

ইতিহাসের সবচেয়ে দামি খোলোয়াড় দল নিয়েও কখনোই স্বচ্ছন্দ হতে দেখা যায়নি চিলিয়ান এই কোচকে৷ বিশেষত গত সপ্তাহে লিয়নের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে ০-১ গোলের পরাজয়ের পর তার দল নির্বাচন এবং কৌশল নিয়ে তুমুল সমালোচনায় ঝাঁপিয়ে পড়ে স্প্যানিশ গণমাধ্যম৷ ক্রীড়া দৈনিক ‘এএস' এবং ‘মার্কা' একহাত দেখে নেয় পেল্লেগ্রিনিকে৷

বিশেষ করে লাসানা দিয়াররার বদলে আত্মরক্ষার-মধ্যমাঠে দীর্ঘদিন ইনজুরিতে থাকা খেলোয়াড় মাহমাদুয়ো দিয়াররাকে খেলানোয় তাঁর সিদ্ধান্ত মেনে নিতে পারেননি সমালোচকরা৷ এছাড়া সবাই বলছেন, ক্রিস্টিয়ানো রোনালদো এবং কাকার মতো দুই শীর্ষ খেলোয়াড়কে একত্রে মাঠে নামানোর ক্ষেত্রে সমন্বয় করতে পারেননি পেল্লেগ্রিনি৷ অন্তত লিয়নের বিপক্ষে মাঠে তেমনটাই দেখা গেছে৷

Cristinao Ronaldo bei Real Madrid im Santiago Bernabeu Stadion

রিয়াল মাদ্রিদে রোনালদো ভক্তদের উদ্দীপনা (ফাইল ছবি)

জুন মাসে যখন ফ্লোরেন্তিনো পেরেস রিয়ালের প্রেসিডেন্ট হিসেবে ফিরে আসেন এবং নিজ দেশ ও ইউরোপে বার্সেলোনার একাধিপত্যের অবসানের লক্ষ্যে একটি দামি ও কার্যকর দল গড়তে চান তখন কোচ হিসেবে তার প্রথম পছন্দ ছিল আর্সেনে ভেনগার৷ কিন্তু বর্ষীয়ান ওই ফরাসি কোচ আর্সেনালেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় ভিলারিয়াল থেকে পেল্লেগ্রিনিকে নিয়ে আসা হয়৷

প্রকৌশল বিদ্যার স্নাতক পেল্লেগ্রিনিকে ‘দ্য ইঞ্জিনিয়ার' নামেই ডাকেন খেলার মাঠের লোকজন৷ এই ইঞ্জিনিয়ার কিন্তু ভিলারিয়ালে ভালই কাজ করতে পেরেছিলেন৷ ২০০৬ এবং ২০০৯ সালে দলটিকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে নিয়ে গিয়েছিলেন তিনি৷

কিন্তু, ‘অক্টোবর বিপর্যয়' বা গত অক্টোবরে স্পেনের আঞ্চলিক দ্বিতীয় বিভাগের দল অ্যালকোরনের সঙ্গে ০-৪ গোলের লজ্জাজনক পরাজয়ের পর থেকেই পেল্লেগ্রিনিকে আর সহ্য করতে পারছিলেন না প্রেসিডেন্ট পেরেস৷ যদিও পেল্লেগ্রিনির নেতৃত্বে এবার হোম লিগের সব ম্যাচেই জিতেছে রিয়াল এবং বার্সেলোনার চেয়ে মাত্র দুই পয়েন্টে পিছিয়ে আছে তার৷

গণমাধ্যমের খবরে বলা হচ্ছে লিয়নের সঙ্গে পরাজয়ের পর পেরেসের সঙ্গে একমত হয়েছেন রিয়ালের পরিচালক হোর্জ ভালান্দোও৷ দৈনিক মার্কা দাবি করেছে কোচ হওয়ার প্রস্তাব দিয়ে মোরিনোর সঙ্গে ইতোমধ্যেই আলাপ করেছেন পেরেস এবং ভালান্দো৷

ওদিকে, মার্কা'র এক অনলাইন জনমত জরিপে দেখা গেছে, ৭৯ ভাগ রিয়াল ফ্যানই কোচ হিসেবে পর্তুগীজ মোরিনোকে চায় না৷ কেননা তারা মনে করছে আক্রমণাত্মক ফুটবল খেলার রিয়ালের ঐতিহ্যের সঙ্গে খাপ খায় না ইন্টার মিলান কোচ হোসে মোরিনোর স্টাইল৷

প্রতিবেদন: মুনীর উদ্দিন আহমেদ, সম্পাদনা: দেবারতি গুহ

সংশ্লিষ্ট বিষয়