1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাস্তায় রাডার লক্ষ্য করে গুলি, গ্রেপ্তার

২১ মে ২০১৯

রাস্তার পাশে থাকার রাডার লক্ষ্য করে গুলি করেছিলেন তিনি৷ আর সেটা লাইভ প্রচার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে৷ ফলাফল: গ্রেপ্তার৷

https://p.dw.com/p/3Io8U
Symbolbild Freiburger Prozess um Missbrauchsfall beginnt
ছবি: picture-alliance/dpa/Patrick Seeger

সৌদি আরবের পুলিশ রবিবার জানিয়েছে যে, রাস্তার পাশে রাডার লক্ষ্য করে গুলি করার দায়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে৷ আল তায়েফ - আল বাহা রোডে এই কাণ্ড ঘটিয়েছিলেন তিনি৷ পুরো ঘটনা ইন্টারনেটে লাইভ প্রচারও করেছিলেন আটককৃত ব্যক্তি, যা পরবর্তীতে ভাইরাল হয়ে যায়৷

মক্কা পুলিশের মুখপাত্র মোহাম্মেদ বিন আব্দুল ওয়াহাব আল-ঘামেদি ভাইরাল ভিডিও দেখে সেই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন৷ খালিজ টাইমস পত্রিকাকে তিনি জানিয়েছেন, গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন সৌদি নাগরিক৷ ইতোমধ্যে তার বিরুদ্ধে ক্ষতিকর আচরণের অভিযোগও দায়ের করা হয়েছে৷

এআই/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য