পেশায় ইঞ্জিনিয়ার৷ চাকরি আর সংসারের বাইরে দিন-রাতের বাকি সময়টা সুস্মিতা রায় খরচ করেন অসুস্থ কুকুর, বেড়ালদের সেবা করে৷ নিজের বেতনের টাকারও একটি বড় অংশ বরাদ্দ রেখেছেন এই কাজের জন্য৷
সুস্মিতার সঙ্গে আছেন সমমনস্ক কিছু মানুষ, যাঁরা নৈতিক এবং আর্থিক মদত জুগিয়ে যান৷ রাস্তার বেওয়ারিশ কুকুর বা বেড়াল অসুস্থ হলে, বা কোনও দুর্ঘটনায় চোট পেলে, সুস্মিতার সংগঠন ‘লাভ অ্যান্ড কেয়ার ফর অ্যানিম্যালস’- এ খবর পাঠালেই হলো৷ পৌঁছে যায় অ্যাম্বুলেন্স৷ চিকিৎসা করে সারিয়ে তোলার পর সেই প্রাণীটিকে যেখান থেকে আনা হয়েছিল, ঠিক সেখানেই ছেড়ে আসা হয়৷ তবে খুব বেশি অসুস্থ প্রাণীদের জন্য আশ্রয়ের ব্যবস্থাও করে লাভ অ্যান্ড কেয়ার৷ পশুচিকিৎসার এই পরিকাঠামো গড়ে তুলতে সুস্মিতার সংস্থা একটি জমি কিনে দুটি বাড়ি বানিয়েছে৷