রাশিয়া নিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হবে না: অ্যামেরিকা
রাশিয়া-ইউক্রেন বিতর্কে কোনো পক্ষ নেয়নি ভারত। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে তারা জানিয়ে দেয়, ভোটাভুটি হলে তারা অংশ নেবে না। তারপরেও অ্যামেরিকা জানিয়ে দিল, এর জন্য ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হবে না। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, অ্যামেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক অন্য কোনো বিষয়ের উপর নির্ভর করে না।
প্রাইসকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, রাশিয়া-ইউক্রেন বিরোধের জের কি ভারত-মার্কিন সম্পর্কের উপর পড়বে? বিশেষ করে ভারত যখন নিরাপত্তা পরিষদে অ্যামেরিকার পক্ষ সমর্থন করেনি? তখনই প্রাইস এই জবাব দেন।
ইউক্রেনকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে অ্যামেরিকা ও ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলির বিরোধ বাড়ছে। অ্যামেরিকা ইউরোপে বাড়তি সেনা মোতায়েন করেছে। তাদের আশঙ্কা, রাশিয়া ইউক্রেন আক্রমণ করতে পারে। অ্যামেরিকার বন্ধু দেশগুলি সবাই বাইডেনকে সমর্থন করছে।
ভারতের নীতি
ভারত জানিয়েছে, তারা গঠনমূলক কূটনীতির পথ নেবে। তারা কোনো শোরগোল করবে না। উত্তেজনা কমাবার জন্য এই নীতিই নেয়া দরকার। বিশ্বশান্তির বৃহত্তর পরিপ্রেক্ষিতের কথা ভেবেই ভারত এই নীতি নিয়ে চলছে। নিরাপত্তা পরিষদের বৈঠকের পর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ''নিরাপত্তা পরিষদের বৈঠকে আমাদের মতামত জানিয়ে আমরা একটা বিবৃতি দিই। আমরা গঠনমূলক রাজনৈতিক প্রক্রিয়ার পক্ষে। আমরা চাই, দুই পক্ষই শান্তিপূর্ণভাবে বিরোধ মিটিয়ে ফেলুক।''
জিএইচ/এসজি (এনডিটিভি)