রাশিয়ার পরমাণু অস্ত্র কত?
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন বুধবার পশ্চিমা বিশ্বকে সতর্ক করে বলেন, তার দেশ পরমাণু যুদ্ধের জন্য প্রস্তুত আছে৷
সংখ্যা
‘ফেডারেশন অফ অ্যামেরিকান সায়েন্টিস্ট’ বা এফএএস-এর হিসেবে রাশিয়ার কাছে পাঁচ হাজার ৫৮০টি পরমাণু অস্ত্র আছে৷ এর মধ্যে ১,৭১০টি অস্ত্র মোতায়েন অবস্থায় আছে৷ ৮৭০টি আছে ভূমিতে থাকা ব্যালিস্টিক মিসাইলে, আর ৬৪০টি আছে ডুবোজাহাজে থাকা ব্যালিস্টিক মিসাইলে৷ আরও প্রায় ২০০টি পরমাণু অস্ত্র বিভিন্ন ঘাঁটিতে প্রস্তুত রাখা হয়েছে৷ আর কোনো দেশের কাছে এতগুলো পরমাণু অস্ত্র নেই৷
কখন ব্যবহার হবে?
২০২০ সালে রাশিয়ার প্রকাশিত এক নির্দেশিকায় বলা হয়, পরমাণু বা অন্য কোনো গণবিধ্বংসী অস্ত্র দিয়ে রাশিয়ার উপর হামলা হলে বা প্রচলিত অস্ত্র দিয়ে রাশিয়াকে হামলা করে ‘রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে নিয়ে গেলে’ এই পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে৷
পরীক্ষা
পুটিন বলেছেন, যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্রের পরীক্ষা চালালে তারাও তা করবে৷ সোভিয়েত ইউনিয়ন সবশেষ ১৯৯০ সালে এমন পরীক্ষা করেছিল৷ যুক্তরাষ্ট্র সবশেষ পরীক্ষা চালিয়েছিল ১৯৯২ সালে৷ এছাড়া চীন ও ফ্রান্স ১৯৯৬ সালে, ভারত ও পাকিস্তান ১৯৯৮ সালে এবং উত্তর কোরিয়া ২০১৭ সালে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে৷ ছবিতে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রের পরীক্ষার খবর টিভিতে দেখছেন দক্ষিণ কোরিয়ার নাগরিকেরা৷
চুক্তি থেকে রাশিয়ার সরে আসা
রাশিয়া ১৯৯৬ সালে ‘কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার-টেস্ট ব্যান ট্রিটি’ বা সিটিবিটিতে সই করেছিল৷ পরে ২০০০ সালে সেটি অনুমোদন করে৷ তবে গতবছর এই চুক্তি থেকে রাশিয়াকে সরিয়ে নেওয়ার চুক্তিতে সই করেন পুটিন৷ যুক্তরাষ্ট্র ১৯৯৬ সালে চুক্তিটি সই করলেও কখনও অনুমোদন করেনি৷
নিউক্লিয়ার বাক্স
রাশিয়ার পরমাণু অস্ত্র ব্যবহারের চূড়ান্ত সিদ্ধান্ত পুটিনের৷ সেজন্য ‘চেগেত’ নামের একটি নিউক্লিয়ার বাক্স সবসময় তার সঙ্গে থাকে৷ এই বাক্সের মাধ্যমে পুটিন তার পরমাণু অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত সংশ্লিষ্ট সামরিক কর্মকর্তাদের কাছে পৌঁছে দিতে পারবেন৷ ছবিতে সাবেক রুশ প্রেসিডেন্ট বরিস ইয়েলিৎসিনের কাছে থাকা চেগেত নিউক্লিয়ার বাক্স দেখা যাচ্ছে৷