রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন ইউক্রেনের বিরুদ্ধে হামলা ঘোষণার পরই বিবৃতি দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিবৃতিতে বাইডেন বলেছেন, প্রেসিডেন্ট পুটিন আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন যে, তিনি 'যুদ্ধ' করবেন। আর এর ফল ভয়ংকর হবে। প্রচুর মানুষ মারা যাবেন। অসংখ্য মানুষ দুর্দশার মধ্যে পড়বেন। আর এই মৃত্যু ও ধ্বংসের দায় নিতে হবে রাশিয়াকেই। বাইডেন বলেছেন, অ্যামেরিকা ও তার শরিক ও সহযোগীরা এক হয়ে নির্ণায়ক প্রতিক্রিয়া জানাবে। গোটা বিশ্ব এই বিপর্যয়ের জন্য রাশিয়াকেই দায়ী করবে।
বাইডেন বলেছেন, ''আমি হোয়াইট হাউসে বসে পরিস্থিতির উপর নজর রাখছি। আমার জাতীয় সুরক্ষা টিমের কাছ থেকে নিয়মিত আপডেট পাচ্ছি। আমি জি-৭ গোষ্ঠীভুক্ত দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে মিলিত হব। তারপর আমি অ্যামেরিকার নাগরিকদের কাছে আমার কথা বলব। পরবর্তী ঘোষণা করব।''
-
ইউরোপে লড়াইয়ের দামামা
পুটিনের ঘোষণা
বৃহস্পতিবার সকালে টেলিভিশনে ইউক্রেনের বিরুদ্ধে হামলা ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন।
-
ইউরোপে লড়াইয়ের দামামা
জাতিসংঘের বৈঠক
পুটিনের ঘোষণার কয়েকঘণ্টা আগে অ্যামেরিকায় জাতিসংঘের জরুরি বৈঠক শুরু হয়। ইউক্রেনের প্রেসিডেন্টের অনুরোধে বৈঠক শুরু হয়। সেখানে জাতিসংঘের প্রধান পুটিনকে আলোচনায় বসার আহ্বান জানান।
-
ইউরোপে লড়াইয়ের দামামা
পূর্ব ইউক্রেনে লড়াই
পূর্ব ইউক্রেনে রাশিয়ার ছত্রছায়ায় লড়াই চালাচ্ছিল বিচ্ছিন্নতাবাদী লুহানস্ক এবং দোনেৎসক পিপলস রিপাবলিকের যোদ্ধারা। রাশিয়া এবার তাদের সরাসরি সাহায্যের ঘোষণা দিল।
-
ইউরোপে লড়াইয়ের দামামা
রাশিয়ার বক্তব্য
রাশিয়ার দাবি, পূর্ব ইউক্রেনে রাশিয়ার মদতপুষ্ট যোদ্ধাদের বিরুদ্ধে ইউক্রেনই প্রথম আক্রমণ চালিয়েছে। তাদের সাহায্য করতেই রাশিয়াকে হামলা ঘোষণা করতে হলো।
-
ইউরোপে লড়াইয়ের দামামা
জো বাইডেনের নিন্দা
নিরাপত্তা পরিষদের বৈঠক চলাকালীনই রাশিয়া হামলা ঘোষণা করে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পুটিনের এই পদক্ষেপের তীব্র নিন্দা করেছেন। এর জন্য রাশিয়াকে সমস্যায় পড়তে হবে বলেও হুমকি দিয়েছেন তিনি।
-
ইউরোপে লড়াইয়ের দামামা
জাতিসংঘে নিন্দা
জাতিসংঘে একাধিক দেশ রাশিয়ার পদক্ষেপের নিন্দা করেছে। রাশিয়ার বিরুদ্ধে কড়া নিষেধাজ্ঞার প্রস্তাবও নেওয়া হয়েছে। কিন্তু রাশিয়া নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। তাদের হাতে ভেটো দেওয়ার ক্ষমতা আছে।
-
ইউরোপে লড়াইয়ের দামামা
ইউক্রেনের পরিস্থিতি
ইউক্রেনে সমস্ত যাত্রী বিমান বন্ধ করে দেওয়া হয়েছে। এয়ারস্পেস ছেড়ে দেওয়া হয়েছে বিমানবাহিনীকে।
-
ইউরোপে লড়াইয়ের দামামা
ন্যাটোর প্রস্তুতি
ন্যাটো এবং অ্যামেরিকা আগেই পূর্ব ইউরোপে সেনা পাঠিয়ে রেখেছিল। রাশিয়া হামলা ঘোষণার পর ন্যাটোর সেনার তৎপরতা বেড়েছে।
-
ইউরোপে লড়াইয়ের দামামা
লড়াই শুরু
পূর্ব ইউক্রেনে একের পর এক বিস্ফোরণ হচ্ছে বলে সংবাদসংস্থা এএফপি জানিয়েছে। রাশিয়ার বোমারু বিমান সীমান্তে টহল দিচ্ছে বলে এএফপি জানিয়েছে।
বাইডেন বলেছেন, ''রাশিয়া যা করেছে তার ফলে বিশ্বজুড়ে শান্তিভঙ্গ হয়েছে। তারা অনাবশ্যকভাবে এই পথ নিয়েছে। আমরা ন্যাটোর শরিক দেশগুলির সঙ্গে কথা বলব। সকলে মিলে একজোট হয়ে সিদ্ধান্ত নেব। ন্যাটোর বিরুদ্ধে কোনো আগ্রাসন যাতে না হয়, সেটা দেখব। এখন জিল ও আমি ইউক্রেনের সাহসী ও গর্বিত মানুষদের জন্য প্রার্থনা করছি।''
জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স)