dw.com এর বেটা সংস্করণ ভিজিট করুন৷ আমাদের কাজ এখনো শেষ হয়নি! আপনার মতামত সাইটটিকে আরো সমৃদ্ধ করতে পারে৷
এমনিতেই ধুঁকতে থাকা তুর্কি অর্থনীতিতে আরো বড় দুর্যোগ বয়ে এনেছে রাশিয়ার ইউক্রেন আগ্রাসন৷ দেশটির পর্যটন খাতে জন্য এই দুই দেশের পর্যটকদের রয়েছে ব্যাপক ভূমিকা৷ ২০২১ সালে দেশটির পর্যটকদের এক চতুর্থাংশই ছিলেন এই দুই দেশ থেকে৷