dw.com এর বেটা সংস্করণ ভিজিট করুন৷ আমাদের কাজ এখনো শেষ হয়নি! আপনার মতামত সাইটটিকে আরো সমৃদ্ধ করতে পারে৷
রাজধানীর উত্তরাতে ঘটা এই দুর্ঘটনায়, এক নারী এবং তার ভাতিজাসহ তিন মোটসাইকেল আরোহী মৃত্যুবরণ করেন৷
ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, ঢাকার হাজারীবাগ এলাকা থেকে গাজীপুর যাবার পথে বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটেছে৷ উত্তরা পশ্চিম থানার অধীনের আমির কমপ্লেক্সের সামনে এই ঘটনা ঘটে৷
নিহতদের মধ্যে ১৮ বছর বয়সি অনিক হাজারীবাগের একটি গ্যারেজে কাজ করেন৷ ৪৩ বছর বয়সি হনুফা বেগম সম্পর্কে তার ফুপু হন এবং ৪০ বছর বয়সী এনামুল হক একই এলাকার আরেকটি রিকশার গ্যারেজে চাকরি করতেন৷ এনামুলের মোটরসাইকেলে করেই তারা গাজীপুর যাচ্ছিলেন৷
উত্তরা পশ্চিম থানার ওসি শাহ মো. আকতারুজ্জামান ইলিয়াস বলেন, কভার্ড ভ্যানটি মোটরসাইকেলটিকে চাপা দিলে দুইজন ঘটনাস্থলেই মারা যান৷ আরেকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন৷
অনিকের মা অজুফা বেগম জানান, ভোরে সেহরির পরই তিনজন হাজারীবাগের বাসা থেকে গাজীপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিল৷ পরে সকালে তারা দুর্ঘটনার খবর পান৷
"আমার স্বামী গাজীপুরে একটি কোম্পানিতে চাকরি করে৷ কয়েক দিন ধরে ও অসুস্থ৷ অনিক ওর বাবাকে দেখতে যাবে বলে এনামুলকে অনুরোধ করেছিল তার মোটরসাইকেলে করে যেন নিয়ে যায়৷ তখন হনুফাও ওদের সঙ্গে রওনা হয় ভাইকে দেখতে যাওয়ার জন্য৷”
এনামুলের বাড়ি নীলফামারীতে এবং হনুফা ও অনিকদের বাড়ি বরিশালে৷ তাদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে৷
দুর্ঘটনার পরপরই চালক কভার্ড ভ্যান রেখে পালিয়েছে বলে জানিয়েছে পুলিশ৷
এ এস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)