dw.com এর বেটা সংস্করণ ভিজিট করুন৷ আমাদের কাজ এখনো শেষ হয়নি! আপনার মতামত সাইটটিকে আরো সমৃদ্ধ করতে পারে৷
এ বছর মেক্সিকো পৌঁছানো মোনার্ক প্রজাপতির সংখ্যা আগের বছরের চেয়ে এক চতুর্থাংশ কমেছে৷ শীত মৌসুমে হাজার মাইল পাড়ি দিয়ে উত্তর থেকে দক্ষিণে যায় তারা৷ তাদের জনসংখ্যা কমে যাওয়া বিশাল অঞ্চলের বাস্তুসংস্থানের জন্যও বড় হুমকি৷
এফএস/এডিকে (রয়টার্স)