dw.com এর বেটা সংস্করণ ভিজিট করুন৷ আমাদের কাজ এখনো শেষ হয়নি! আপনার মতামত সাইটটিকে আরো সমৃদ্ধ করতে পারে৷
যৌনরোগ নিয়ে ডয়চে ভেলের বিশেষ পরিবেশনা৷
বাংলাদেশে যৌনরোগী কত, তার কোনো সঠিক পরিসংখ্যান নেই৷ একমাত্র এইডস বা এইচআইভি আক্রান্তদের ব্যাপারে একটি সরকারি পরিসংখ্যান আছে৷ এই পরিসংখ্যান না থাকার অন্যতম কারণ গোপনীয়তা৷ যৌনরোগকে আমাদের সমাজ যে আজও নিন্দার চোখে দেখে!