মৃত্যু
হিরোশিমায় হামলার সময় সাসাকির বয়স ছিল দুই৷ হামলা থেকে বেঁচে গেলেও তার শরীরে তেজস্ক্রিয় উপকরণ ঢুকে গিয়েছিল৷ যদিও প্রথমে বিষয়টি বোঝা যায়নি৷ একদম সুস্থ বাচ্চা হিসেবে পড়াশোনা করছিল সে৷ এরপর ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় তার লিউকেমিয়া ধরা পড়ে৷ এর তিন মাস পর ১৯৫৫ সালের ২৫ অক্টোবর সাসাকি মারা যায়৷ ছবিতে সাসাকির দুই বছরের বড় ভাই মাসাহিরো সাসাকিকে (মাঝে) দেখা যাচ্ছে৷ আর ফ্রেমে আছে সাসাকির ছবি৷