যে দেশের পাসপোর্ট মূল্যহীন
৭ ফেব্রুয়ারি ২০২০ইউরোপের পূর্বাঞ্চলের দেশ মলডোভা থেকে মাত্র ৭০ কিলোমিটার পূর্বে গেলেই এই দেশ৷ ইউক্রেন ও মলডোভার মাঝামাঝি এক চিলতে জমির নাম ট্রান্সনিস্ট্রিয়া৷ কাগজে কলমে এই দেশের নাম প্রিডনেস্ট্রোভিয়ান মলডোভিয়ান রিপাবলিক বা পিএমআর৷ কিন্তু আসলে এই দেশের কোনো অস্তিত্বই নেই৷
বর্তমানে, জাতিসংঘের সদস্য সবকটি দেশই মনে করে ট্রান্সনিস্ট্রিয়া আসলে মলডোভারই অংশ৷ কিন্তু ১৯৯০ সালে ট্রান্সনিস্ট্রিয়া নিজেকে স্বাধীন হিসাবে ঘোষণা করলে শুধু দক্ষিণ ওসেটিয়া, আর্টসাখ ও আবখাজিয়ার মতো আধাস্বীকৃত দেশগুলিই তাকে পূর্ণ রাষ্ট্র হিসাবে স্বীকার করে৷
মাত্র সাড়ে পাঁচ লাখ জনবসতির এই দেশের মানুষ একসাথে দুই বা তিন দেশের নাগরিকত্ব রাখতে পারেন৷ প্রায় ৩০ হাজার মানুষ আবার রাষ্ট্রহীন৷
অর্থহীন যে পাসপোর্ট
দেশটির ৯০ শতাংশ মানুষই ট্রান্সনিস্ট্রিয়ার নাগরিক হবার পাশাপাশি হয় মলডোভা, রাশিয়া বা ইউক্রেনের নাগরিক৷ ফলে, ট্রান্সনিস্ট্রিয়ার পাসপোর্ট থেকেও নেই৷ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে কোথাও যেতে হলে তাই ট্রান্সনিস্ট্রিয়ার বাসিন্দাদের ভরসা এই তিন পাসপোর্টই৷
সমীক্ষা বলছে, স্বাধীনতা ঘোষণার পর প্রায় তিন দশক কেটে গেলেও ট্রান্সনিস্ট্রিয়ার রাজধানী টিরাসপোলের জনসংখ্যা কমছে৷ বেশির ভাগ মানুষই জীবিকার খোঁজে পাড়ি দিয়েছেন রাশিয়ায়৷ স্থানীয়দের মধ্যে দেশপ্রেমের গর্ব থাকলেও বাস্তবিক চিত্র নিয়ে রয়েছে হতাশাও৷
বিবিসি'র একটি প্রতিবেদনে রয়েছে ৪৫ বছর বয়েসি ট্রান্সনিস্ট্রিয়ান নারী ভেরা গালচেংকোর কথা৷ তিনি সেখানে বলেছেন, ‘‘আমাদের দুঃখ হয় যে আমাদের স্বাধীনতা স্বীকৃত নয়, কিন্তু তাও আমরা স্বাধীনতা অনুভব করি৷ আমাদের নিজস্ব সংবিধান, সরকার, সামরিক বাহিনী, টাকা এমনকি পাসপোর্ট থাকা সত্ত্বেও স্বাধীনতার স্বীকৃতি নেই৷’’
এসএস/কেএম