dw.com এর বেটা সংস্করণ ভিজিট করুন৷ আমাদের কাজ এখনো শেষ হয়নি! আপনার মতামত সাইটটিকে আরো সমৃদ্ধ করতে পারে৷
এল সালভাদরের অপরাধী গ্যাং-এর সদস্যরা বন্দি আছে এমন দুটি জেলখানা পরিদর্শনের সুযোগ মিলেছে গণমাধ্যমগুলোর৷ বন্দিদের সঙ্গে সরকার গোপনে আলোচনা করছে এমন খবরের প্রেক্ষিতেই সংবাদমাধ্যমকে সেখানে যেতে দেয়া হয়৷
এফএস/এসিবি (রয়টার্স, এপি, এএফপি)