যুক্তরাষ্ট্র সফরের প্রথম দু'দিন মোদী যেভাবে কাটালেন
২৩ সেপ্টেম্বর ২০২৪ভারতের পররাষ্ট্রসচিব ব্রিজেশ মিশ্রি বৈঠকের পর জানান, মোদী ও বাইডেন বাংলাদেশ নিয়ে মতবিনময় করেছেন৷
এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘‘দেখুন আলোচনায় আঞ্চলিক বিভিন্ন বিষয় উঠে এসেছে৷ সেখানে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে যেমন আলোচনা হয়েছে, তেমনই দুই পক্ষের স্বার্থ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে৷ আবার এই অঞ্চলের বাইরের বিষয় নিয়েও কথা হয়েছে৷ অনেকগুলি দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে৷ তাদের আলোচনায় বাংলাদেশও এসেছিল৷ সেখানকার পরিস্থিতি নিয়ে তারা মতবিনিময় করেছেন৷'' তিনি এই বিষয়ে আর কিছু বলেননি৷
বাংলাদেশ থেকে শেখ হাসিনার চলে যাওয়া, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর এই প্রথমবার মুখোমুখি বৈঠকে বাংলাদেশ নিয়ে মোদী-বাইডেনের কথা হলো৷
ফিলিস্তিনের পরিস্থিতি নিয়ে
ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাসের সঙ্গেও বৈঠক করেছেন মোদী৷ সেখানে তিনি ফিলিস্তিনের প্রেসিডেন্টকে বলেছেন, গাজায় মানবিক সংকটে তিনি রীতিমতো উদ্বিগ্ন৷
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় লিখিত বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘‘মোদী বলেছেন, গোটা এলাকার নিরাপত্তা পরিস্থিতি খারাপ হয়েছে এবং ভারত ফিলিস্তিনিদের পাশে আছে৷ ভারত তাদের মানবিক সহায়তা করবে৷''
বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘মোদী বলেছেন, ইসরায়েল-ফিলিস্তিন নিয়ে ভারত দীর্ঘদিন ধরে একই মনোভাব নিয়ে চলছে৷ তারা মনে করে, আলোচনার মাধ্যমে কূটনৈতিক পথে সমস্যার সমাধান হওয়া দরকার৷''
প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘ভারত অবিলম্বে যুদ্ধবিরতি ও বন্দিদের মুক্তি চায়৷ ভারত মনে করে, টু-স্টেট সমাধান একমাত্র এই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি এনে দিতে পারে৷''
মোদী জানিয়েছেন, ভারতই প্রথম দেশগুলির মধ্যে অন্যতম, যারা ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছিল৷ জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যতাকে তারা সমর্থন করেছে৷
নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে
প্রধানমন্ত্রী মোদী সোমবার নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন৷ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই নেতা দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ ও অসাধারণ সম্পর্কের উল্লেখ করে বলেছেন, জলবিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা ও দুই দেশের মানুষের সম্পর্কের উপর তারা জোর দিতে চান৷
প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারত নেবারহুড ফার্স্ট নীতি নিয়ে চলছে৷ সেজন্য নেপালের সঙ্গে সুসম্পর্ককে ভারত খুবই গুরুত্ব দেয়৷
সিইও-দের সঙ্গে বৈঠক
নিউ ইয়র্কে এমআইটি স্কুল অফ ইঞ্জিনিয়ারিং একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করে৷ সেখানে অ্যাকসেনচার, গুগল, এএমডি, বায়োজেন, এইচপি, আইবিএম-সহ ১৫টি প্রমুখ প্রযুক্তিগত সংস্থার সিইও-রা ছিলেন৷ প্রধানমন্ত্রী মোদী তাদের সঙ্গে কথা বলেন৷
প্রধানমন্ত্রী বলেছেন, ভারত এখন বিশ্বের তৃতীয় সবচেয়ে বড় অর্থনীতি হওয়ার পথে এগোচ্ছে৷ উন্নয়নের পথে ভারতের এই যাত্রায় সামিল হয়ে বড় সংস্থাগুলিকে একসঙ্গে উদ্ভাবন, উৎপাদন ও ডিজাইন তৈরির কাজ করার আহ্বান জানিয়েছেন মোদী৷
তিনি বলেছেন, ভারত তাদের মেধাসত্ত্ব রক্ষা করবে এবং প্রযুক্তিগত উদ্ভাবনে সাহায্য করবে৷ তথ্যপ্রযুক্তি, সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক্স, বায়োটেক, গ্রিন এনার্জির ক্ষেত্রে ভারতে যে সুযোগ তৈরি হচ্ছে মোদী তার উল্লেখ করেন৷ তিনি জানান, ভারত কৃত্রিম মেধাসত্ত্বকে উৎসাহ দেবে৷
সিইও-রা জানিয়েছেন তারা ভারতে বিনিয়োগ করতে আগ্রহী৷
কলকাতায় সেমিকন্ডাক্টর কারখানা
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে কলকাতায় সেমিকন্ডাক্টর কারখানা নিয়ে কথা হয়েছে৷ প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, এই কারখানা হলে দুই দেশেই কর্মসংস্থানের সুযোগ বাড়বে৷
এই কারখানা তৈরি হলে ইনফ্রারেড, গ্যালিয়াম নাইট্রাইড এবং সিলিকন কার্বাইড সেমিকন্ডাক্টর তৈরি হবে৷ ভারতের ‘সেমিকন্ডাক্টর মিশন'-এরও এটাই উদ্দেশ্য৷
বলা হয়েছে, এই সেমিকন্ডাক্টর কারখানা থেকে যে সব চিপ তৈরি হবে, তা দিয়ে ইন্টারনেটের উপর নির্ভরশীল ও এআই(কৃত্রিম মেধা)-র ক্ষেত্রে উন্নতি হবে, দূষণমুক্ত পরিবেশ তৈরির ক্ষেত্রেও সাহায্য হবে৷
প্রবাসী ভারতীয়দের সঙ্গে
প্রধানমন্ত্রী মোদী প্রবাসী ভারতীয়দের সঙ্গেও মিলিত হন৷ তিনি সেখানে বলেছেন, ভারত যা বলে তা বিশ্ব শোনে৷ এটা প্রবাসী ভারতীয়দের জন্যই সম্ভব হয়েছে৷ তিনি যখন যুদ্ধের বিরুদ্ধে কথা বলেছিলেন, সেটাও সকলে শুনেছিল৷
মোদী জানিয়েছেন, ভারত ২০৩৬ সালের অলিম্পিক আয়োজন করতে চায়৷ এর জন্য সবরকম চেষ্টা করা হচ্ছে৷
কোয়াড বৈঠকে
কোয়াড হলো অ্যামেরিকা, ভারত, অস্ট্রেলিয়া ও জাপানের জোট৷ মূলত চীনের আধিপত্য ঠেকানোর জন্যই এই জোট তৈরি হয়েছে৷
যুক্তরাষ্ট্রে কোয়াড বৈঠকে মোদী বলেছেন, ‘‘ভারত কোনো রাষ্ট্রের বিরুদ্ধে নয়, ভারত সম্প্রসারণবাদের বিরুদ্ধে৷ এমন একটা সময়ে কোয়াড বৈঠক হচ্ছে, যখন বিশ্বের বিভিন্ন জায়গায় সংঘাত চলছে৷''
বাইডেন বলেছেন, ‘‘চারটি দেশ এখন কৌশলগতভাবে অনেক বেশি সংঘবদ্ধ৷''
কোয়াড বৈঠকে গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, ‘সমুদ্রপথে শান্তি ও সুরক্ষা, স্থায়ী উন্নয়ন গড়ে তোলা, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে সমৃদ্ধ করা' হলো তাদের লক্ষ্য৷
জিএইচ/জেডএইচ (পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি)