1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে ‘বিটলস' আইএস জঙ্গির বিচার শুরু

৩০ মার্চ ২০২২

ইসলামিক স্টেট সদস্য আল শফি আলশেখের বিচার করতে যুক্তরাষ্ট্রের এক আদালতে বুধবার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হচ্ছে৷ তার আগে মঙ্গলবার জুরি নির্বাচন সম্পন্ন হয়েছে৷

https://p.dw.com/p/49DAF
Syrien IS-Zelle The Beatles
ছবি: Hussein Malla/AP Photo/picture alliance

সুদানে জন্মগ্রহণ করা আলশেখ শিশু বয়সে যুক্তরাজ্যে যান৷ আইএস-এ যোগ দিতে ২০১২ সালে তিনি সিরিয়া গিয়েছিলেন৷ সেখানে তিনি চারজনের একটি গ্রুপের সদস্য ছিলেন৷ ব্রিটিশ উচ্চারণের কারণে গ্রুপটি ব্রিটিশ ব্যান্ড ‘বিটলস'-এর নামে পরিচিত ছিল৷

৩৩ বছর বয়সী আলশেখের বিরুদ্ধে মার্কিন সাংবাদিক জেমস ফোলি ও স্টিভেন সটলফ এবং ত্রাণকর্মী পিটার কাসিগ ও কেয়লা ম্যুলারকে হত্যার অভিযোগ আনা হয়েছে৷ এছাড়া আলশেখের বিটলস গ্রুপ প্রায় ১৫ দেশের অন্তত ২৭ জনকে অপহরণের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে৷

অপহৃত হওয়া কয়েকজনকে তাদের দেশের সরকার অর্থের বিনিময়ে ছাড়িয়ে নিয়েছিল৷ বাকিদের গলা কেটে হত্যা করা হয় এবং সেই ভিডিও প্রকাশ করা হয়৷

আরেক সহযোগী ৩৭ বছর বয়সি আলেকজান্ডা কোটির সঙ্গে মিলে আলশেখ বন্দিদের দেখাশোনা করতেন৷ তারা বন্দিদের ওয়াটার-বোর্ডিং, ইলেকট্রিক শকসহ নানাভাবে নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে৷ বিচারের সময় তাদের কাছে নির্যাতনের শিকার হওয়া কয়েক বন্দির সাক্ষ্যগ্রহণ করা হবে৷

আলশেখ ও কোটি ২০১৮ সালে তুরস্কে পালিয়ে যাওয়ার সময় সিরিয়ার কুর্দি বাহিনীর হাতে ধরা পড়েন৷ পরে তাদের ইরাকে মার্কিন বাহিনীর কাছে হস্তান্তর করা হয়৷ ঐ বছরই তাদের নাগরিকত্ব বাতিল করে যুক্তরাজ্য৷

২০২০ সালের অক্টোবরে তাদের বিচারের জন্য যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়৷

২০২১ সালের সেপ্টেম্বরে ফোলি, সটলফ, কাসিগ ও ম্যুলারকে হত্যার কথা স্বীকার করেন আলেকজান্ডা কোটি৷ তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হতে পারে৷

বিটলসের আরেক সদস্য আইন ডেভিস সন্ত্রাসবাদের মামলায় অভিযুক্ত হয়ে তুরস্কের কারাগারে সাত বছরের সাজা ভোগ করছেন৷

গ্রুপের নেতা মোহাম্মদ এমওয়াজি, যিনি ‘জিহাদি জন' নামে পরিচিত ছিলেন, তিনি ২০১৫ সালে সিরিয়ার মার্কিন ড্রোন হামলায় নিহত হন৷

জেডএইচ/কেএম (এএফপি, রয়টার্স)