1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাষ্ট্রে একদিনে  সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

৫ জানুয়ারি ২০২২

ওমিক্রন ছড়িয়ে পড়ার পর যুক্তরাষ্ট্রে রেকর্ড হারে করোনা বাড়ছে৷ সোমবার ১০ লাখেরও বেশি করোনা আক্রান্ত হয়েছে দেশটিতে৷ প্রেসিডেন্ট বাইডেন বর্তমান ঢেউকে ‘টিকা না নেয়াদের মহামারি' হিসেবে ঘোষণা দিয়েছেন৷

https://p.dw.com/p/45ABA
USA | Coronavirus | Covid-19 | Menschen schützen sich mit Masken vor einer Covid-19 Erkrankung
ছবি: SHANNON STAPLETON/REUTERS

জনস হপকিন্স  বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত রিপোর্টে বলা হয়, নতুন বছরের প্রথম সপ্তাহ শেষের পর সোমবার একদিনে ১০ লাখ ৮০ হাজার ২১১ জন আকান্ত হয়েছে, যা বিশ্বে একটা রেকর্ড৷ এর আগের রেকর্ড ছিল ৩০ ডিসেম্বর ৫ লাখ ৯০ হাজার ৫৭৬৷ 

বিশেষজ্ঞরা ওমিক্রন ভ্যারিয়েন্টকে সবচেয়ে ছোঁয়াচে হিসেবে ধারণা করছে৷ ক্রিসমাসের পর যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের ৫৯ ভাগ মানুষের দেহে ওমিক্রন সনাক্ত হয়েছে৷ 

মার্কিন প্রেসিডেন্টের আহ্বান

যারা এখনও টিকা নেননি তাদের অবিলম্বে টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন৷ বাকিদের বুস্টার নেয়ার আহ্বান জানিয়েছেন৷ হোয়াইট হাউসেও সংক্রমণ বাড়ছে বলে জানান তিনি৷  বাইডেন বলেন, টিকার ক্ষেত্রে কোন অজুহাত মানা হবে না৷ কারণ যারা টিকা নেননি তাদের জন্য এটা মহামারি হিসেবে দেখা দেবে৷ 

এপিবি/কেএম (এপি, এএফপি, রয়টার্স)