1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতেও অ্যাপলের জয়

১৮ সেপ্টেম্বর ২০১২

যুক্তরাষ্ট্রের আদালতে স্যামসাংয়ের বিরুদ্ধে ঐতিহাসিক বিজয়ের পর এবার জার্মানির আদালতেও একটি মামলায় জিতেছে অ্যাপল৷ এখানে অবশ্য প্রতিপক্ষ মটোরোলা বা একটু ঘুরিয়ে বললে গুগল৷ কেননা গত বছর গুগল এই মোবাইল সংস্থাটি কিনে নিয়েছে৷

https://p.dw.com/p/16AnE
ছবি: AP

আইফোন এবং আইপ্যাড তৈরি করে গোটা দুনিয়াতে সারা ফেলে দিয়েছিল অ্যাপল৷ ‘আইগড' খ্যাত স্টিভ জবসের এই প্রতিষ্ঠানটি প্রযুক্তি দুনিয়ায় বরাবরই ভিন্ন কিছু উপহার দিয়েছে৷ অ্যাপল সবসময় তার পণ্যের দামের চেয়ে গুণাগুণের দিকেই নজর দিয়েছে বেশি৷ যেকারণে তাদের পণ্যগুলো হয়ে থাকে অন্যদের তুলনায় আলাদা, সর্বাধুনিক এবং ভিন্ন ধাঁচের৷

‘আইগড' এখন আর এই পৃথিবীতে নেই৷ গত বছর ক্যান্সারের কাছে হেরে চির বিদায় নিয়েছেন তিনি৷ তবে তাঁর সৃষ্টি রয়ে গেছে৷ আইফোন এবং আইপ্যাডের নিত্য নতুন সংস্কার প্রকাশ করছে অ্যাপল৷ কিন্তু বাজারে প্রতিদ্বন্দ্বীও বাড়ছে৷ স্মার্টফোন, ট্যাবলেট কম্পিউটারের বাজারে অ্যাপলের প্রতিদ্বন্দ্বীরা আরো শক্তিশালী হয়ে উঠছে৷

অ্যাপল অবশ্য এখন নিজেদের সৃষ্টিকে নিজেদের কাছে রাখতে আদালতের সহায়তা নিচ্ছে৷ এক্ষেত্রে সফলতাও কম নয়৷ আগস্ট মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে পেটেন্ট নিয়ে স্যামসাং এর বিরুদ্ধে করা একটি মামলায় জিতেছে অ্যাপল৷ মার্কিন আদালত স্যামসাংকে এক বিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে বলেছেন৷

ক্যালিফোর্নিয়ার সান জোসের ফেডারেল আদালতের নয় সদস্যের জুরিমণ্ডলীর রায় দৃশ্যত পুরোটাই অ্যাপলের পক্ষে যায়৷ বিচারকরা জানান, অ্যাপলের দাবি করা সাতটি স্মার্টফোন পেটেন্টের ছয়টিই ভঙ্গ করেছে স্যামসাং

Symbolbild Google
গুগল গত বছর মটোরোলা কিনে নেয়ছবি: dapd

জার্মানির আদালতেও এসংক্রান্ত এক মামলায় জিতেছে অ্যাপল৷ এবার অবশ্য প্রতিপক্ষ মটোরোলা৷ সার্চ জায়ান্ট গুগল গত বছর চড়া দামে মটোরোলাকে কিনে নেয়৷ এজন্য ১২.৫ বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে গুগল৷ এই অর্থ ব্যয়ের মাধ্যমে মটোরোলার যেসব পেটেন্ট আছে, সেগুলো গুগল নিজের করে নিয়েছে৷ এটা গুগলের জন্য খুবই প্রয়োজনীয়৷ কেননা, গুগলের মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে৷ কিন্তু এই অপারেটিং সিস্টেমের বিরুদ্ধে পেটেন্ট ভঙ্গের বিভিন্ন অভিযোগ উঠছে৷ এখন মটোরোলার পেটেন্ট ব্যবহার করে গুগল অ্যান্ড্রয়েডকে রক্ষা করার আশা করছে৷ পাশাপাশি মুঠোফোন বাজারে নিজেদের অবস্থান আরো শক্ত করতে মটোরোলাকে ব্যবহারের সুযোগ পাচ্ছে প্রতিষ্ঠানটি৷

কিন্তু পেটেন্টের ক্ষেত্রে গুগলের আশার গুড়ে বালি৷ মিউনিখের আদালত গত ১৩ সেপ্টেম্বর জানিয়েছেন, অ্যাপলের একটি পেটেন্ট ভঙ্গ করেছে মটোরোলা৷ বিচারক পিটার গুন্সে এই বিষয়ে বলেন, ‘‘অ্যাপলের ‘ওভারস্ক্রল বাউন্স' প্রযুক্তির পেটেন্ট ভঙ্গ করেছে মটোরোলা৷''

‘ওভারস্ক্রল বাউন্স' প্রযুক্তি ব্যবহার করে একজন ব্যবহারকারী তার মুঠোফোনের পর্দায় বিভিন্ন ডকুমেন্ট সুবিধামত নাড়াচাড়া করতে পারেন৷ একইসঙ্গে ব্যবহারকারী মুঠোফোনের পর্দার উপর থেকে আঙুল সরিয়ে নিলে সেই ডকুমেন্ট আবার অন্যত্র সরে যায়৷

অবশ্যই আদালতের একজন মুখপাত্র জানিয়েছেন, মটোরোলার বিরুদ্ধে এই রায়ের প্রয়োগ দ্রুত হওয়ার সম্ভাবনা কম৷ কেননা, অ্যাপলকে সুনির্দিষ্টভাবে জানাতে হবে মটোরোলার কোন পণ্যের উপর তারা নিষেধাজ্ঞা চাইছে৷ একইসঙ্গে মটোরোলাও চাইলে এই রায়ের বিরুদ্ধে আদালতে আপিল করতে পারে৷

অ্যাপলের সহ প্রতিষ্ঠাতা স্টিভ ভোজনিয়েক অবশ্য মামলা-মোকদ্দমার বিষয়াদি বিশেষ পছন্দ করেছেন না৷ ব্লুমবার্গ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি এটি ঘৃণা করি৷' বরং তাঁর কথা হচ্ছে, প্রতিষ্ঠানগুলো চাইলে নিজেদের পেটেন্ট একে অন্যের সঙ্গে ভাগাভাগি বা বিনিময় করতে পারে৷ এভাবে প্রতিষ্ঠানগুলো একে অপরের পেটেন্ট ব্যবহার করে আরো ভালো কিছু তৈরি করতে পারবে৷ বলাবাহুল্য, ভোজনিয়েকের নিজের নামেও অনেক পেটেন্ট রয়েছে৷

প্রসঙ্গত, জার্মানিতে গুগল নিয়ে বিতর্কের শেষ নেই৷ গত মাসে জার্মান সরকার একটি বিতর্কিত আইন অনুমোদন করেছে৷ এই আইনের আওতায় জার্মান পত্রিকার শিরোনাম নিজেদের ওয়েবসাইটে প্রদর্শনের জন্য গুগলকে পয়সা খরচ করতে হবে৷ গুগল জার্মান সরকারের এই উদ্যোগের সমালোচনা করেছে৷

এছাড়া জার্মানির সাবেক ফার্স্ট লেডি বেটিনা ভুল্ফের আইনজীবীরা গুগলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করতে হামবুর্গের আদালতে আবেদন করেছেন৷ গুগল খোঁজে কেউ বেটিনা ভুল্ফ লিখলে সেখানে প্রস্তাব হিসেবে এই নামের সঙ্গে কিছু আপত্তিকর শব্দ প্রদর্শিত হচ্ছে৷ সাবেক ফার্স্ট লেডির আইনজীবীরা চাচ্ছেন, এসব আপত্তিকর শব্দ যাতে বেটিনা ভুল্ফ নামের সঙ্গে প্রদর্শন না হয়, সেই ব্যবস্থা গ্রহণ করুক গুগল৷ কিন্তু গুগল তাতে রাজি হয়নি৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য