1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাজ্য়ে নাচের ক্লাসে আক্রমণ, নিহত দুই শিশু

৩০ জুলাই ২০২৪

আক্রমণকারীর বয়স ১৭ বছর। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। একটি ছুরি নিয়ে সে আক্রমণ চালিয়েছিল বলে জানা গেছে।

https://p.dw.com/p/4ispb
যুক্তরাজ্য়ে ছুরি নিয়ে হামলা
পুলিশ এলাকা ঘিরে ফেলেছেছবি: James Speakman/PA Wire/empics/picture alliance

লিভারপুলের কাছে একটি সমুদ্রতীরবর্তী শহরে সোমবার সকালে এই ঘটনা ঘটেছে। জায়গাটির নাম মার্সিসাইড। স্থানীয় পুলিশ জানিয়েছে, মনে করা হচ্ছে, একটি নাচের ক্লাসে ঢুকে পড়েছিল ১৭ বছরের ওই বালক। সেখানে ছুরি নিয়ে নির্মমভাবে আক্রমণ চালায় সে। ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্য়ু হয়। আরো নয়টি শিশু ঘটনায় আক্রান্ত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্য়ে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। দুইজন প্রাপ্তবয়স্ক ব্য়ক্তিও ঘটনায় আহত হয়েছেন। তাদেরও স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানতে পেরেছে, আক্রমণকারী পার্শ্ববর্তী গ্রাম ব্য়াংকের বাসিন্দা। তাকে গ্রেপ্তার করা হয়েছে। কেন সে একাজ করলো, তা খতিয়ে দেখা হবে।

পুলিশ জানিয়েছে, এই আক্রমণের পিছনে কোনো জঙ্গিগোষ্ঠীর হাত আছে বলে তারা মনে করছে না। অন্য় কাউকে সন্দেহও করা হচ্ছে না। তবে কেন ওই ১৭ বছরের বালক এই ঘটনা ঘটালো, তা নিয়ে বহু প্রশ্ন উঠেছে। পুলিশ জানিয়েছে, এখনই তারা এবিষয়ে কোনো মন্তব্য় করতে চায় না।

প্রত্য়ক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকালে স্থানীয় কমিউনিটি সেন্টারে নাচের এবং যোগ ব্য়ায়ামের ক্লাস চলছিল। হঠাৎ তারা একজনকে সেখান থেকে ছুটে বেরিয়ে যেতে দেখে। কিছুক্ষণের মধ্য়েই ঘটনাস্থলে অ্য়াম্বুল্য়ান্স পৌঁছায়। চিকিৎসকেরা প্রাথমিকভাবে জানিয়েছিলেন, ঘটনায় আটজন আহত হয়েছেন। পুলিশ পরে জানায়, নয়টি শিশু আহত হয়েছে। দুইজনের মৃত্য়ু হয়েছে। দুই প্রাপ্তবয়স্ক ব্য়ক্তিও আহত হয়েছেন।

এসজি/জিএইচ (এপি, ডিপিএ, রয়টার্স)