যুক্তরাজ্য়ে ছুরি-হামলা, ১৭ বছরের নাবালকের বিরুদ্ধে চার্জশিট
১ আগস্ট ২০২৪গত সোমবার সাউথপোর্টের একটি কমিউনিটি সেন্টারে ওই হামলা চালায় ১৭ বছরের নাবালক। সে সময় ওই কমিউনিটি সেন্টারে একটি নাচের মহড়া চলছিল। ঘটনায় তিনটি শিশুর মৃত্য়ু হয়। হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় আরো আটটটি শিশু। দুই প্রাপ্তবয়স্ক নারীও আহত হয়ে হাসপাতালে ভর্তি।
সোমবারই ওই নাবালককে গ্রেপ্তার করে পুলিশ। তার পরিচয় নিয়ে এলাকায় গুজব ছড়ায়। যার জেরে পুলিশের সঙ্গে অতি দক্ষিণপন্থি একটি সংগঠনের সদস্য়দের সংঘর্ষ হয়। গুজব রটে, ওই নাবালক অভিবাসনপ্রত্যাশী। কিছুদিন আগই নৌকো করে যুক্তরাজ্য়ে প্রবেশ করেছে সে।
বুধবার সাউথপোর্টের পুলিশ জানিয়েছে, ওই নাবালকের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। চার্জশিট পেশ করা হয়েছে আদালতে।
বৃহস্পতিবার ওই নাবালককে আদালতে পেশ করার কথা। তার কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। পুলিশ হাতিয়ার রাখা এবং হত্য়ার চেষ্টার ধারাতেও তার বিরুদ্ধে মামলা করেছে।
চার্জশিট দেওয়া হলেও কেন ওই নাবালক এই হামলা চালালো, তা এখনো স্পষ্ট নয়। প্রাথমিক জেরার পর পুলিশ এবিষয়ে কোনো তথ্য সংবাদমাধ্য়মকে দেয়নি। তবে পুলিশের তরফে বলা হয়েছে, মামলা এখনো প্রাথমিক স্তরে আছে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তবে এর সঙ্গে কোনো জঙ্গি গোষ্ঠীর সংঘর্ষ আছে কি না, তা স্পষ্ট করেনি পুলিশ।
পুলিশ না জানালেও সমাজ-মাধ্য়মে ওই নাবালককে নিয়ে নানা গুজব রটেছে। যার জেরে এলাকায় চাঞ্চল্য় তৈরি হয়েছে। মঙ্গলবার অতি দক্ষিণপন্থি সংগঠনের সদস্য়রা স্থানীয় মসজিদের সামনে জড়ো হয়ে সহিংস হয়ে ওঠে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলাকারীদের আক্রমণে বেশ কিছু পুলিশ কর্মী আহত হন। বুধবারও এলাকায় যথেষ্ট চাঞ্চল্য় ছিল।
এসজি/জিএইচ (রয়টার্স, এপি)