সাড়া জাগানো প্রথম উপন্যাস
দ্য ব্লুয়েস্ট আই৷ প্রকাশকাল ১৯৭০ সাল৷ স্কুলজীবনে এক শ্বেতাঙ্গ স্বর্ণকেশী নীল চোখের বান্ধবি জানতে চেয়েছিল, ‘‘তোমার চোখ তো আমাদের মতো নীল নয়৷ তুমি নিশ্চয়ই চাও এরকম সুন্দর, নীল চোখ তোমারও হোক?’’ এই প্রশ্ন কুড়িটি বছর তাড়া করেছে তাঁকে৷ ‘দ্য ব্লুয়েস্ট আই’ লিখে তার জবাবই দিয়েছিলেন নিজের মতো করে, দেখিয়েছিলেন নীল চোখ, সোনালি চুল, সাদা চামড়ার বাইরেও একটা জগৎ আছে৷