তারা গোয়েন্দা পুলিশ নয়৷ কিন্তু এত দ্রুত কেমন করে যে বিক্ষোভের জায়গায় পৌঁছে যায় তা ভেবে থাইল্যান্ডের অনেকেই অবাক৷
আসলে তারা স্ট্রিট ফুড বিক্রেতা৷ গত জুলাই থেকে যেখানে বিক্ষোভ সেখানেই ঝটপট হাজির হয়ে যাচ্ছেন তারা৷
২৮ বছর বয়সি প্লয় ব্যাংককের রাস্তায় নিয়মিত বিক্ষোভে অংশ নেন৷ বেশির ভাগ সময় তার অনেক আগে খাবার বিক্রেতাদের ভ্যান নিয়ে পৌঁছে যেতে দেখে তিনি খুব অবাক, ‘‘তারা আমাদের চেয়েও আগে পৌঁছে যায় সেখানে৷’’
এত দ্রুত কিভাবে তারা বিক্ষোভ মিছিলের খবর সংগ্রহ করছেন, জানেন? মোবাইল ফোনের সহায়তায়৷
গণতন্ত্রপন্থিদের কোনো অংশ যখনই নিজেদের মধ্যে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে, সঙ্গে সঙ্গেই সেই তথ্য নিজেদের মধ্যে ছড়িয়ে দেন স্ট্রিট ফুড বিক্রেতারা৷ ফলে বিক্ষোভকারীরা বিক্ষোভস্থলে হেঁটে পৌঁছানোর অনেক আগে গরম, টাটকা খাবারের ভ্যান চালিয়ে গিয়ে ক্রেতার অপেক্ষা শুরু করে দেন বিক্রেতারা৷
থাই পুলিশ, এমনকি অনেক বিক্ষোভকারীর চেয়েও আগে খবর সংগ্রহ করে ঘটনাস্থলে পৌঁছে যাওয়ার এই দক্ষতার জন্য ব্যাংককের স্ট্রিট ফুড বিক্রেতাদের নাম হয়ে গেছে ‘সিআইএ’! সিআইএ মানে মনে নেই? সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, অর্থাৎ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা৷ হ্যাঁ, থাইল্যান্ডের অনেকেই মনে করেন, ব্যাংককের স্ট্রিট ফুড বিক্রেতারা গোপন খবর চট করে সংগ্রহ করে ঝটপট ঘটনাস্থলে চলে যাওয়ার দক্ষতায় গোয়েন্দাদেরও হার মানিয়েছেন৷
এসিবি/ কেএম (রয়টার্স)
-
থাইল্যান্ডে সরকারবিরোধী ও সরকারসমর্থকরা মুখোমুখি
প্রধানমন্ত্রীকে তিনদিনের আলটিমেটাম, তারপর...
বুধবার প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং রাজার ক্ষমতা কমানোর দাবি নিয়ে গভর্নমেন্ট হাউসের দিকে যাচ্ছিলো ‘গণতন্ত্রপন্থিদের’ মিছিল৷ এ সময় আন্দোলনরতদের এক নেত্রী তিন দিনের মধ্যে প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানিয়ে বলেন, পদত্যাগ না করলে আন্দোলন আরো দীর্ঘ হবে৷ এর কিছুক্ষণ পরই তাকে গ্রেপ্তার করা হয়৷
-
থাইল্যান্ডে সরকারবিরোধী ও সরকারসমর্থকরা মুখোমুখি
বিরোধী এবং সরকারপক্ষ মুাখোমুখি
এক পর্যায়ে রাজতন্ত্র এবং প্রধানমন্ত্রী সমর্থকদের একটা মিছিল বিরোধীদের মিছিলে বাধা দেয়৷ দু পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করে৷
-
থাইল্যান্ডে সরকারবিরোধী ও সরকারসমর্থকরা মুখোমুখি
ভীত শিক্ষার্থীরা
বিরোধী এবং সরকার সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে স্কুল-কলেজের শিক্ষার্থীরা নিরাপদ আশ্রয়ের খোঁকে দৌড়াতে শুরু করে৷
-
থাইল্যান্ডে সরকারবিরোধী ও সরকারসমর্থকরা মুখোমুখি
আহত পুলিশ
সরকারবিরোধী এবং সরকার ও রাজতন্ত্রের সমর্থকদের সংঘাতের সময় এক পুলিশ সদস্য আহত হন৷ সহকর্মীরা নিয়ে যাচ্ছেন তাকে৷
-
থাইল্যান্ডে সরকারবিরোধী ও সরকারসমর্থকরা মুখোমুখি
গণতন্ত্রপন্থিদের সেই স্যালুট
গভর্নমেন্ট হাউসের দিকে যাওয়ার পথে গণতন্ত্রপন্থিদের তিন আঙুলের স্যালুট৷ থাইল্যান্ডের সরকারবিরোধী আন্দোলনে নিয়মিত দৃশ্য এটি৷
-
থাইল্যান্ডে সরকারবিরোধী ও সরকারসমর্থকরা মুখোমুখি
সতর্ক পুলিশ
সরকারবিরোধী এবং সরকার সমর্থকদের মধ্যে উত্তেজনা যাতে বড় রকমের বিশৃঙ্খলার দিকে না গড়ায় সেদিকে সতর্ক দৃষ্টি রাখছে পুলিশ৷
-
থাইল্যান্ডে সরকারবিরোধী ও সরকারসমর্থকরা মুখোমুখি
প্রধানমন্ত্রীর আশ্বাস
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা পদত্যাগের দাবির প্রসঙ্গে কিছু না বলে বিরোধীদের আন্দোলনের মুখে জারি করা নানা ধরণের বিধিনিষেধ প্রত্যাহারের ঘোষণা দেন৷ তাতে অবশ্য বিরোধীদের আন্দোলন থামেনি৷ তারা বলছেন, আটক নেতা-কর্মীদের মুক্তি দিয়ে প্রধানমন্ত্রী পদত্যাগ না করলে তিন দিনের মধ্যেই আবার জোরদার আন্দোলন শুরু হবে৷