ম্যানচেস্টার ইউনাইটেড-কে উড়িয়ে দিল বার্সেলোনা
২৮ মে ২০০৯রোমের স্টাডিও অলিম্পিকো-তে খেলার প্রথম ১০ মিনিট কিন্তু ভালই খেলছিল গতবারের চ্যাম্পিয়ন-রা৷ অথচ, সে সময় বেশ কয়েকটা সুযোগ ঠিক মতো কাজে লাগাতে পারে নি ম্যানচেস্টার ইউনাইটেড৷ এরপর এফসি বার্সেলোনার অন্যতম খেলোয়াড় স্যামুএল এটো-র গোলটা ঘুরিয়ে দিল পুরো চিত্র৷ সেই প্রথম গোল সম্পর্কে ম্যানচেস্টার ইউনাইটেড-এর কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন বলেন : আমাদের জন্য খেলার ১০ মিনিটের মাথায় এটোর ঐ গোলটা কিলার বা হত্যাকারীর কাজ করেছিল৷ সেখানেই যেন ফুরিয়ে গিয়েছিল আমাদের সব রকম আত্মবিশ্বাস৷
তারপর আর খেলায় ফিরতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড৷ আর খেলার ৭০ মিনিটের মাথায় লিওনেল মেসি-র দুর্দান্ত হেডটা শেষ করে দিল ম্যানচেস্টার ইউনাইটেড-এর জয়ের স্বপ্ন৷ কোচ ফার্গুসনের কথায় : আমি আগে জানতাম না, কি ধরনের অসাধারণ ফুটবল খেলে বার্সেলোনা৷ ইউরোপের মধ্যে এরাই বর্তমানে সবচেয়ে শক্তিশালি দল৷
স্বাভাবিকভাবেই, এফসি বার্সেলোনার কোচ পেপ গার্ডিওলা-র জন্য এ এক চরম ঐতিহাসিক মুহূর্ত৷ তাঁর কথায় : মেসি পুরো মরশুমেই দারুণ খেলেছেন৷ আর মেসি বলেছেন : এই জয় তাঁর জীবনের সর্বকালের শ্রেষ্ঠ জয়৷ কাজেই মেসি পেলেন সেরা খেলোয়াড়ের সম্মান আর ক্রিশ্চিয়ানো রোনালদো-র জন্য থাকলো অবজ্ঞা৷