ইংল্যান্ডের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি করেছেন, যেখানে তার গবেষণা ক্ষেত্র ছিল গণমাধ্যমের স্বাধীনতার চ্যালেঞ্জ।
অধ্যয়ন, গবেষণা ও লেখালেখির ক্ষেত্রে তার আগ্রহের জায়গা গণমাধ্যম ও গণমাধ্যমের পরিধির সাথে সম্পর্কিত সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি ও পররাষ্ট্র নীতি। শিক্ষকতার বাইরে সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ক প্রশিক্ষক হিসেবে বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে দুই দশক ধরে কাজ করছেন।
শিক্ষকতার আগে তিনি বাংলাদেশের অনেকগুলো গণমাধ্যমে সাংবাদিকতা করেছেন। অনুসন্ধানী সাংবাদিকতার জন্য তিনি কয়েকটি পুরস্কারও পেয়েছেন। এর বাইরে তিনি বেশ কয়েকটি দেশীয় ও আন্তর্জাতিক সংস্থার পরামর্শক হিসেবে কাজ করছেন।