1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোহাম্মদপুর আর মহাখালীতে আগুন

২৪ নভেম্বর ২০২০

মঙ্গলবার ঢাকার মোহাম্মদপুরে জহুরী মহল্লায় আগুন লাগে৷ এর আগের রাতে মহাখালীর সাত তলা বস্তিতেও আগুন লাগে৷

https://p.dw.com/p/3llDL
মোহাম্মদপুরে আগুন
ছবি: Mahmud Zaman Ove

ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানাচ্ছে, মোহাম্মদপুরের অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি টিনের ঘর পুড়েছে৷

বাংলাদেশ সময় বিকাল সোয়া চারটার দিকে মোহাম্মদপুরে আগুন লাগে ও বিকাল পাঁচটার দিকে অগ্নিনির্বাপক বিভাগের তৎপরতায় তা নিয়ন্ত্রণে আসে৷ পরিস্থিতি সম্বন্ধে অবগত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত কর্মকর্তা মোহাম্মদ রাসেল শিকদার৷

মোহাম্মদপুর থানার পরিদর্শক দুলাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন যে আগুনে পুড়ে প্রায় ৩০-৩৫টি টিনশেডের ঘর নষ্ট হয়েছে৷ 

Bangladesch Dhaka Feuer Brand
আগুনে পুড়ে প্রায় ৩০-৩৫টি টিনশেডের ঘর নষ্ট হয়েছেছবি: Mahmud Zaman Ove

বস্তি পুড়ে ছাই মহাখালীতে

বিডিনিউজ টোয়ান্টিফর ডটকমের প্রতিবেদন, গুলশান নিকেতনের পশ্চিম পাশের মহাখালী অঞ্চলের সাত তলা বস্তিতে আগুন লেগে শতাধিক ঘর পুড়েছে৷ প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ মনে করছেন যে আগুন লেগে হয়তো দেড়শ' বা দুইশ' ঘরও পুড়ে যেতে পারে৷ সোমবার মধ্যরাতে এই অগ্নিকাণ্ডটি ঘটে৷

রাত পৌনে ১২টার দিকে খবর পেয়েই ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা বাবুল মিয়া৷

রাত সোয়া ১২টার দিকে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘আমরা আগুন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালাচ্ছি৷''

রাত ১টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত আরেক কর্মকর্তা মাহফুজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে বলেন, ‘‘১২টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে৷''

আগুন লাগা এলাকায় বস্তি ছাড়া বেশ কিছু পাকা বাড়ি ও বাজার রয়েছে৷

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, মহাখালী ও মোহাম্মদপুরের দুটি অগ্নিকাণ্ডেই কোনো হতাহতের খবর পাওয়া যায়নি৷ দুটি ক্ষেত্রেই আগুনের কারণ ও উৎস এখনও স্পষ্ট নয়৷

এসএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)