dw.com এর বেটা সংস্করণ ভিজিট করুন৷ আমাদের কাজ এখনো শেষ হয়নি! আপনার মতামত সাইটটিকে আরো সমৃদ্ধ করতে পারে৷
বিখ্যাত চিত্রকর লিওনার্দো দা ভিঞ্চির ততধিক বিখ্যাত ছবি ‘মোনালিসা’-র ক্ষুদ্রতম সংষ্করণ এবার সামনে এনেছেন বিজ্ঞানীরা৷ ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজির বিজ্ঞানীরা মূল ছবির ডিএনএ বের করে বানিয়েছেন এই ক্ষুদ্রতম মোনালিসা, যা আকারে একটি ব্যকটারিয়ার সমান৷