1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফর্মুলা ওয়ান

২৪ মে ২০১২

ফেরারির ফার্নান্দো আলোন্সো মোনাকোর ফর্মুলা ওয়ান মোটর রেসিং’এর মহড়ায় বৃহস্পতিবার সবচেয়ে দ্রুত গতিতে চালিয়েছেন৷ দুর্ঘটনায় সৃষ্ট ধোঁয়ামেঘের কারণে অবশ্য প্র্যাকটিস সেশন সংক্ষিপ্ত করা হয়৷

https://p.dw.com/p/151lm
ছবি: picture-alliance/dpa

দুইবার বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের গাড়ি দৌড়বাজ আলোন্সো মাত্র এক মিনিট ১৬.২৬৫ সেকেন্ডে ল্যাপ সম্পন্ন করেন৷ তাঁর পরেই দ্বিতীয় অবস্থানে ছিলেন ফ্রান্সের রোমঁ গ্রোজঁ৷ আলোন্সোর চেয়ে ০.৩৬৫ সেকেন্ড বেশি সময় নেন তিনি৷ এই সাফল্যের পর তাঁর মন্তব্য হচ্ছে, ‘‘আমি মোনাকো পছন্দ করি, এখানে অনেক মজা হয়৷ এই মুহূর্তে গাড়িটিও ভালোভাবে চলছে৷ এবার দেখা যাক পরবর্তীতে আমরা কেমন করতে পারি''৷

প্রাকটিস সেশনে তৃতীয় অবস্থানে ছিলেন মেক্সিকোর স্যার্শিও পেরেস৷ গত বছর এই সার্কিটে দুর্ঘটনায় পতিত হন তিনি৷ তবে এবছর জয়ের ব্যাপারে আশাবাদী পেরেজ৷

ম্যাকলারেন'এর লুইস হ্যামিল্টন, মানে যার দিকে এই মুহূর্তে গোটা বিশ্বের সবচেয়ে বেশি নজর, তিনি এই সেশনে চতুর্থ অবস্থানে ছিলেন৷ ১ মিনিট ১৬.৮৪৩ সেকেন্ড সময় নেন তিনি৷ মোনাকোর এই আসরে নিজেকে আবারো ফিরে পেতে চান হ্যামিল্টন৷ কেননা, সাম্প্রতিক দুটি রেসের ফলাফল তুলনামূলকভাবে তাঁর জন্য সন্তোষজনক ছিল না৷ তাই, মোনাকোতে চূড়ান্ত জয় চান তিনি৷ হ্যামিল্টন বলেন, ‘‘মোনাকো আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ সার্কিট৷ এটি সিলভারস্টোনের মতই একটি জায়গা যেখানে আমি সবচেয়ে ভালো করতে চাই''৷

মোটামুটি অঘটনমুক্ত প্র্যাকটিস সেশনের লালবাতি অবশ্য জ্বললো সময় শেষ হওয়ার নয় মিনিট আগেই৷ হাইক্কি কোভালাইনেন'এর গাড়ি সার্কিটের সবচেয়ে দ্রুত টানেলে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি করে৷ এসময় গাড়িটি থেকে নিঃসরিত তেলে রেসিং ট্র্যাকও পিচ্ছিল হয়ে পড়ে৷ ফলে প্র্যাকটিস সেশন পুনরায় চালু না করার ঘোষণা দেয় কর্তৃপক্ষ৷

ভেনেজুয়েলার পাস্টোর মাল্ডোনাডো প্র্যাকটিস সেশনে পঞ্চম অবস্থান অর্জন করেন৷ তাঁর পেছনে ছিলেন ফেরারির ফিলিপে মাসা৷ রেড বুলের ডাবল বিশ্ব চ্যাম্পিয়ান এবং গত বছরের বিজয়ী সেবাস্টিয়ান ফেটেল এই সেশনে নবম স্থান অর্জন করেন৷ অন্যদিকে পাঁচবার মোনাকো বিজয়ী এবং সাতবার বিশ্বজয়ী মিশায়েল শুমাখার এই সেশনে অর্জন করেছেন ১১তম স্থান৷ রেস চলাকালে ছোট এক দুর্ঘটনায় শুমাখার'এর মার্সিডিজ গাড়ির সামনের অংশের ক্ষতি হয়েছে৷ তবে তিনি আহত হননি৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম (রয়টার্স, ডিপিএ)
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য