২০১৯ সালের অগাস্ট মাসের পর এই প্রথম জম্মু ও কাশ্মীর সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু সেই সফরের দুই দিন আগে জম্মুতে একটি সেনা ঘাঁটির কাছে সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র সংঘর্ষ হয়। নিরাপত্তা বাহিনীর একজন অফিসার মারা গেছেন। চারজন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। দুইজন সন্ত্রাসী নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা যায়। এই ঘটনার ফলে প্রধানমন্ত্রীর সফরের নিরাপত্তা নিয়ে চিন্তা বেড়েছে নিরাপত্তা আধিকারিকদের।
শুক্রবার ভোররাতে জম্মু শহরের সানজয়ান ক্যান্টনমেন্ট এলাকায় নিরাপত্তা বাহিনীর অপারেশন শুরু হয়। পুলিশ জানিয়েছে, তাদের কাছে খবর ছিল, সন্ত্রাসীরা শহরে আক্রমণের ছক কষেছে। তারপরই এই অপারেশন হয়। সরকারি সূত্র জানাচ্ছে, এখানে অন্ততপক্ষে দুইজন সন্ত্রাসবাদী আছে।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জম্মু ও কাশ্মীরে সুরক্ষা আরো বাড়ানো হয়েছে। নিরাপত্তা বাহিনী রাস্তায় ও উত্তেজনাপ্রবণ এলাকায় দিনরাত টহল দিচ্ছে।
অপারেশন নিয়ে
ভোররাতে অপারেশন শুরু হওয়ার পরই প্রবল গুলির লড়াই শুরু হয়। সিআইএসএফের একজন অ্যাসিস্টেন্ট সাব ইন্সপেক্টর নিহত হন। চারজন আহত।
-
কাশ্মীরে বহুদিনের সংঘাত, বহুদিনের ক্ষত
১৯৪৭
বলা হয় দেশবিভাগের পর পাকিস্তান থেকে আগত উপজাতিক যোদ্ধারা কাশ্মীর আক্রমণ করে৷ তখন কাশ্মীরের মহারাজা ভারতের সাথে সংযোজনের চুক্তি করেন, যা থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়৷
-
কাশ্মীরে বহুদিনের সংঘাত, বহুদিনের ক্ষত
১৯৪৮
ভারত জাতিসংঘে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করলে পর, ৪৭ ক্রমিক সংখ্যক প্রস্তাবটি গৃহীত হয়৷ ঐ প্রস্তাব অনুযায়ী গোটা কাশ্মীরে গণভোট অনুষ্ঠিত হবার কথা রয়েছে৷
-
কাশ্মীরে বহুদিনের সংঘাত, বহুদিনের ক্ষত
১৯৪৮
কিন্তু পাকিস্তান প্রস্তাব অনুযায়ী, কাশ্মীর থেকে সৈন্যাপসারণ করতে অস্বীকার করে৷ অতঃপর কাশ্মীরকে দু’ভাগে ভাগ করা হয়৷
-
কাশ্মীরে বহুদিনের সংঘাত, বহুদিনের ক্ষত
১৯৫১
ভারতীয় কাশ্মীরে নির্বাচন অনুষ্ঠিত হয় ও ভারতের সঙ্গে সংযোজনকে সমর্থন করা হয়৷ অতঃপর ভারত বলে, আর গণভোট অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই৷ জাতিসংঘ ও পাকিস্তানের মতে, গণভোট অনুষ্ঠিত হওয়া আবশ্যক৷
-
কাশ্মীরে বহুদিনের সংঘাত, বহুদিনের ক্ষত
১৯৫৩
কাশ্মীরের ‘প্রধানমন্ত্রী’ শেখ আব্দুল্লাহ গণভোটের সমর্থক ছিলেন ও ভারতের সঙ্গে সংযোজনকে বিলম্বিত করার চেষ্টা করেন৷ ফলে তাঁকে গ্রেপ্তার করা হয়৷ জম্মু-কাশ্মীরের নতুন সরকার ভারতের সঙ্গে কাশ্মীরের সংযোজনকে পাকা করেন৷
-
কাশ্মীরে বহুদিনের সংঘাত, বহুদিনের ক্ষত
১৯৬২-৬৩
১৯৬২ সালের যুদ্ধে চীন আকসাই দখল করে৷ তার আগের বছর পাকিস্তান কাশ্মীরের ট্রান্স কারাকোরাম ট্র্যাক্ট এলাকাটি চীনকে প্রদান করে৷
-
কাশ্মীরে বহুদিনের সংঘাত, বহুদিনের ক্ষত
১৯৬৫
কাশ্মীরকে কেন্দ্র করে আবার ভারত-পাকিস্তান যুদ্ধ হয়৷ কিন্তু যুদ্ধশেষে উভয় দেশের সেনা তাদের পুরোনো অবস্থানে ফিরে যায়৷
-
কাশ্মীরে বহুদিনের সংঘাত, বহুদিনের ক্ষত
১৯৭১-৭২
আবার ভারত-পাকিস্তান যুদ্ধ৷ যুদ্ধে পাকিস্তানের পরাজয়ের পর সিমলা চুক্তি সম্পাদিত হয় ১৯৭২ সালে৷ যুদ্ধবিরতি রেখাকে লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখায় পরিণত করা হয় ও আলাপ-আলোচনার মাধ্যমে বিবাদ সমাধান সম্পর্কে ঐকমত্য অর্জিত হয়৷
-
কাশ্মীরে বহুদিনের সংঘাত, বহুদিনের ক্ষত
১৯৮৪
ভারত সিয়াচেন হিমবাহ নিজ নিয়ন্ত্রণে আনার পর পাকিস্তান তা একাধিকবার দখল করার চেষ্টা করেছে, কিন্তু সফল হতে পারেনি৷
-
কাশ্মীরে বহুদিনের সংঘাত, বহুদিনের ক্ষত
১৯৮৭
জম্মু-কাশ্মীরে বিতর্কিত নির্বাচনের পর রাজ্যে বিচ্ছিন্নতাবাদী স্বাধীনতা আন্দোলন শুরু হয়৷ ভারত পাকিস্তানের বিরুদ্ধে উগ্রপন্থাকে উসকানি দেওয়ার অভিযোগ করে, কিন্তু পাকিস্তান সে দোষারোপ চিরকাল অস্বীকার করে এসেছে৷
-
কাশ্মীরে বহুদিনের সংঘাত, বহুদিনের ক্ষত
১৯৯০
গওকাদল সেতুর কাছে ভারতীয় সিআরপি রক্ষীবাহিনী কাশ্মীরি বিক্ষোভকারীদের উপর গুলি চালালে পর শতাধিক আন্দোলনকারী নিহত হন৷ প্রায় সমস্ত হিন্দু কাশ্মীর উপত্যকা ছেড়ে চলে যান৷ জম্মু-কাশ্মীরে সেনাবাহিনীকে আফসা বা আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট অনুযায়ী বিশেষ ক্ষমতা প্রদান করা হয়৷
-
কাশ্মীরে বহুদিনের সংঘাত, বহুদিনের ক্ষত
১৯৯৯
কাশ্মীর ভ্যালিতে গোটা নব্বই-এর দশক ধরে অশান্তি চলে৷ ১৯৯৯ সালে আবার ভারত-পাকিস্তানের লড়াই হয়, এবার কারগিলে৷
-
কাশ্মীরে বহুদিনের সংঘাত, বহুদিনের ক্ষত
২০০১-২০০৮
ভারত ও পাকিস্তানের মধ্যে আলাপ-আলোচনার যাবতীয় প্রচেষ্টা প্রথমে নতুন দিল্লির সংসদ ভবন ও পরে মুম্বই হামলার ফলে ব্যর্থ হয়৷
-
কাশ্মীরে বহুদিনের সংঘাত, বহুদিনের ক্ষত
২০১০
ভারতীয় সেনার গুলি লেগে এক বিক্ষোভকারীর মৃত্যুর পর কাশ্মীর ভ্যালি উত্তেজনায় ফেটে পড়ে৷ বিক্ষোভ চলে বেশ কয়েক সপ্তাহ ধরে, প্রাণ হারান অন্তত ১০০ জন৷
-
কাশ্মীরে বহুদিনের সংঘাত, বহুদিনের ক্ষত
২০১৩
সংসদ ভবনের উপর হামলার মুখ্য অপরাধী আফজল গুরুকে ফাঁসি দেওয়া হয়৷ এর পর যে বিক্ষোভ চলে, তা-তে দু’জন প্রাণ হারায়৷ এই বছরই ভারত আর পাকিস্তানের প্রধানমন্ত্রীদ্বয় মিলিত হয়ে উত্তেজনা উপশমের কথা বলেন৷
-
কাশ্মীরে বহুদিনের সংঘাত, বহুদিনের ক্ষত
২০১৪
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ উপস্থিত থাকেন৷ কিন্তু এর পর নতুন দিল্লিতে পাকিস্তানি হাই কমিশনার কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে মিলিত হওয়ায় ভারত আলাপ-আলোচনা স্থগিত রাখে৷
-
কাশ্মীরে বহুদিনের সংঘাত, বহুদিনের ক্ষত
২০১৬
আজাদ কাশ্মীর ভিত্তিক হিজবুল মুজাহিদীন-এর অধিনায়ক বুরহান ওয়ানি-র মৃত্যুর পর কাশ্মীরে স্বাধীনতা সমর্থকরা আবার পথে নেমেছেন৷ এই আন্দোলনে এ পর্যন্ত অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে ও বিক্ষোভ অব্যাহত আছে৷
-
কাশ্মীরে বহুদিনের সংঘাত, বহুদিনের ক্ষত
২০১৯
২০১৯ সালের ফেব্রুয়ারিতে জম্মু-কাশ্মীরের পুলওয়ামা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর গাড়িবহরে বোমা হামলার ঘটনা ঘটে৷ এতে ৪২ জওয়ান নিহত হন৷ বিচ্ছিন্নতাবাদী সংগঠন জৈশ-ই-মোহাম্মদ হামলার দায় স্বীকার করেছে৷ এরপর ২৬ ফেব্রুয়ারি পাকিস্তান সীমান্তের ভেতরে বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটিতে বিমান হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী৷
-
কাশ্মীরে বহুদিনের সংঘাত, বহুদিনের ক্ষত
২০১৯
ভারতীয় সংবিধানের ৩৭০ নং ধারা অনুযায়ী, জম্মু ও কাশ্মীরের কাছে কিছু বিশেষ অধিকার ছিল। ৫ আগস্ট স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৩৭০ ধারাটি অবসানের দাবি তোলেন৷ বিল পাস হয়। একই দিনে তাতে সই করেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ ফলে, কাশ্মীরের ‘বিশেষ মর্যাদা' বাতিল হয়। তাছাড়া মোদী সরকারের সিদ্ধান্তের ফলে জম্মু ও কাশ্মীর রাজ্যের মর্যাদা হারায়। জম্মু ও কাশ্মীর ও লাদাখ নামে দুইটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয়।
লেখক: অশোক কুমার/এসি
জম্মু পুলিশের অতিরিক্ত ডিজি মুকেশ সিং বলেছেন, ''আমরা জায়গাটা চারদিক থেকে ঘিরে ফেলেছি। অ্যাকশনও শুরু হয়েছে। সকালে গুলি চলে। তাতে একজন মারা গেছেন। এনকাউন্টার এখনো চলছে।''
২০১৮ সালের ফেব্রুয়ারিতে এই সেনা ঘাঁটি আক্রমণ করেছিল জঙ্গিরা। সেই আক্রমণে অনেকে মারা গেছিলেন। গত মাসে কাশ্মীরে সন্ত্রাসীদের সক্রিয়তা অনেক বেড়েছে। চারজন পঞ্চায়েত সদস্য মারা গেছেন। প্রচুর পরিযায়ী শ্রমিক আহত হয়েছেন।
গতকালই বারামুলাতে নিরাপত্তা বাহিনীর গুলিতে লস্কর কম্যান্ডার সহ তিন সন্ত্রাসবাদী মারা গেছে। সেখানে বৃহস্পতিবার সকালে অপারেশন শুরু হয়। এখনো তা চলছে।
প্রধানমন্ত্রীর সফর
প্রধানমন্ত্রী মোদী আগামী রোববার জম্মুতে আসছেন। ২০১৯ সালের অগাস্টে জম্মু ও কাশ্মীর বিশেষ মর্যাদা ও ক্ষমতা হারানোর পর এটাই প্রধানমন্ত্রীর প্রথম সফর।
তিনি এই কেন্দ্রশাসিত অঞ্চলের কয়েক হাজার পঞ্চায়েত সদস্যের সমাবেশে ভাষণ দেবেন।
জিএইচ/এসজি (এনডিটিভি, পিটিআই, এএনআই)