dw.com এর বেটা সংস্করণ ভিজিট করুন৷ আমাদের কাজ এখনো শেষ হয়নি! আপনার মতামত সাইটটিকে আরো সমৃদ্ধ করতে পারে৷
ইমলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ অ্যাকাডেমির পরিচালক মাওলানা আনিসুজ্জামান শিকদার বলেন,“ শিশুদের মসজিদে নামাজ পড়তে যাওয়ায় কোনো বাধা নেই। সে ছেলে বা মেয়ে শিশু যাই হোক না কেন। আর মেয়েরা বালেগ হলেও মসজিদে নামাজ পড়তে পারেন। পর্দা মেনে আলাদা লাইনে মসজিদে নারীরা নামাজ পড়তে পারেন। মসজিদে নববী, কাবা শরীফে নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা আছে।