আগামী ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপন করবে বাংলাদেশ৷ সেদিন বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসবেন বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব৷ ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, মালয়েশিয়ার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ জায়েদ আল নাহিয়ান, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, ভারতের কংগ্রেস দলের সভানেত্রী সোনিয়া গান্ধী, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন-সহ অনেকেই থাকবেন সেদিনের অনুষ্ঠানে৷
তবে সেদিনের অনুষ্ঠানে প্রধান বক্তা তাদের কেউ নন৷ বাংলাদেশ সরকার সেই সম্মান দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে৷
এমন সম্মান কি মোদীর প্রাপ্য? তার মুখের প্রশংসা কি বঙ্গবন্ধুর সম্মান সামান্য পরিমাণেও বাড়াবে?
-
অগ্নিগর্ভ দিল্লি, নিহত ২৩
সিএএ আগুন
নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে কয়েক মাস ধরে লাগাতার আন্দোলন চলছে দিল্লিতে। সেই আন্দোলন ঘিরেই এ বার উত্তাপ ছড়াতে শুরু করেছে রাজধানীতে।
-
অগ্নিগর্ভ দিল্লি, নিহত ২৩
পুড়ে ছাই
গত রবিবার এক বিজেপি নেতার বিবৃতির পরে সিএএ বিরোধীদের আন্দোলনের উপরে চড়াও হয় সিএএ-পন্থীদের একটি দল। সেখান থেকেই উত্তাপ ছড়াতে শুরু করে। ক্রমশ দু'পক্ষই হিংসাত্মক হয়ে ওঠে।
-
অগ্নিগর্ভ দিল্লি, নিহত ২৩
নিহত ২৩
তিন দিন ধরে চলমান সহিংসতায় এ পর্যন্ত অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে।
-
অগ্নিগর্ভ দিল্লি, নিহত ২৩
পাথর বৃষ্টি
দুই পক্ষই একে অপরকে লক্ষ্য করে ইট ছুড়ছে। জ্বালিয়ে দেওয়া হয়েছে বহু মানুষের বাড়ি। দোকান জ্বলছে দাউ দাউ করে।
-
অগ্নিগর্ভ দিল্লি, নিহত ২৩
রণক্ষেত্র রাজপথ
উত্তর পূর্ব দিল্লিতে জরুরি অবস্থা জারি হয়েছে। মঙ্গলবার দুপুরে বৈঠকে বসেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সকলের কাছে তাঁরা শান্তি রক্ষার দাবি জানিয়েছেন।
-
অগ্নিগর্ভ দিল্লি, নিহত ২৩
থমথমে রাস্তা
রাস্তার ধারে এ ভাবেই পড়ে রয়েছে জ্বালিয়ে দেওয়া গাড়ি। সাম্প্রদায়িক সম্প্রীতির আবেদন জানানো হচ্ছে প্রশাসন এবং নাগরিক সমাজের পক্ষ থেকে।
-
অগ্নিগর্ভ দিল্লি, নিহত ২৩
পোড়া পেট্রল পাম্প
সোমবার বিক্ষোভকারীরা জ্বালিয়ে দিয়েছিল এই পেট্রল পাম্পটি। এখনও সেখানে এ ভাবেই পড়ে রয়েছে গাড়ি।
-
অগ্নিগর্ভ দিল্লি, নিহত ২৩
আধা সামরিক বাহিনীর ফ্ল্যাগ মার্চ
মঙ্গলবার দুপুর থেকে এলাকায় ফ্ল্যাগ মার্চ শুরু করেছে পুলিশ এবং আধা সামরিক বাহিনী। অনেকেরই অভিযোগ, গত দুই দিন পুলিশের চোখের সামনেই হিংসা ঘটেছে কিন্তু পুলিশ ব্যবস্থা নেয়নি।
লেখক: স্যমন্তক ঘোষ (নতুন দিল্লি)
বাংলাদেশের প্রতিবেশী এবং বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী হিসেবে সেই সম্মান মোদী পেতেই পারেন৷ শেখ হাসিনা সরকারের সঙ্গে মোদী সরকারের সম্পর্কও খুব ভালো৷ তবে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ), জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) ও জাতীয় জনসংখ্যা নিবন্ধন (এনপিআর) নিয়ে ভারত উত্তপ্ত হওয়ার পর থেকে দৃশ্যত বেশ অস্বস্তিতে রয়েছে বাংলাদেশ৷
গত বছরের ১২ ডিসেম্বর তিন দিনের ভারত সফর বাতিলের ঘোষণা দিয়ে ভারতকে হয়ত সেরকম বার্তাই দেয়ার চেষ্টা করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন৷সফর বাতিলের কারণ হিসেবে অবশ্য সিএএ, এনআরসি বা এনপিআর-এর কথা বলা হয়নি৷ ভারত সরকারও সফর বাতিলের সিদ্ধান্তে কড়া কোনো প্রতিক্রিয়া জানায়নি৷
বরং গত ৭ জানুয়ারি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে মোদীকে প্রধান বক্তা করার ঘোষণা আসে৷
হতে পারে, স্রেফ ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্ক' বজায় রাখার স্বার্থেই এমন সিদ্ধান্ত৷ কিন্তু সিএএ কার্যকর হলে প্রকৃত অর্থে বন্ধুত্ব কি আদৌ থাকবে? থাকা সম্ভব?
-
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর যত আয়োজন
বঙ্গবন্ধু বিপিএল
চলতি মৌসুমের বাংলাদেশ প্রিমিয়ার লিগের নাম দেয়া হয়েছে বঙ্গবন্ধু বিপিএল৷ আট ডিসেম্বর এই আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ মূল আকর্ষণ ছিল বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফের পারফরম্যান্স৷
-
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর যত আয়োজন
সাংস্কৃতিক অনুষ্ঠান
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১২ জানুয়ারি ঢাকার হাতিরঝিলের এমফিথিয়েটারে বর্ণিল সাংস্কৃতিক আয়োজন করে অর্থমন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ৷ বছরব্যাপী সাংস্কৃতিক আয়োজনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র, আন্তর্জাতিক প্রকাশনা, বাংলা ও ইংরেজিতে বঙ্গবন্ধু শেখ মুজিব জন্মশতবার্ষিকী স্মারকগ্রন্থ প্রকাশের পরিকল্পনা৷
-
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর যত আয়োজন
ক্ষণগণনা
আগামী ১৭ মার্চ থেকে শুরু হবে ‘মুজিববর্ষ’-এর বছরব্যাপী কর্মসূচি৷ যার ক্ষণগণনা শুরু হয়েছে গত ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে৷ তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ‘প্রতীকীভাবে’ ফুটিয়ে তোলা হয়েছে৷অনুষ্ঠানে মুজিববর্ষের লোগো উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷
-
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর যত আয়োজন
সংসদে বিশেষ অধিবেশন
মুজিববর্ষ উপলক্ষে সংসদে বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে৷ ২২ মার্চ অধিবেশন শুরুর আগে সব সংসদ সদস্য ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে বিশেষ অধিবেশনে যোগ দেবেন৷
-
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর যত আয়োজন
জাতীয় দিবস
গণহত্যা দিবস, স্বাধীনতা দিবস, মুজিবনগর দিবস, আওয়ামী লীগের প্রতিষ্ঠা, জাতীয় শোক দিবস, বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবসসহ এই বছরের সব জাতীয় আয়োজনে বঙ্গবন্ধুকে বিশেষভাবে স্মরণ করা হবে৷
-
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর যত আয়োজন
আসবেন ম্যারাডোনা
বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকায় আসবেন ফুটবলের জীবন্ত কিংবদন্তী ম্যারাডোনা৷ বিভিন্ন সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন৷ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দুটি ইউরোপীয় ক্লাবের মধ্যে প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছে বলেও জানা গেছে৷
-
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর যত আয়োজন
ক্রীড়া আসর
বছরব্যাপী বিভিন্ন ক্রীড়া ইভেন্টের আয়োজন করবে ফেডারেশনগুলো৷ এর মধ্যে রয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল-২০২০, দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ, আন্তর্জাতিক হকি টুর্নামেন্ট, সাফ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ, বিশ্ব কাবাডি প্রতিযোগিতা, আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতা, আন্তর্জাতিক রোলবল গোল্ডকাপ, আন্তর্জাতিক হ্যান্ডবল প্রতিযোগিতা, ইন্টারন্যাশনাল এয়ারগান চ্যাম্পিয়নশিপ৷
-
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর যত আয়োজন
বইমেলা
অমর একুশে বইমেলা ২০২১ ও নভেম্বরে ঢাকা আন্তর্জাতিক বইমেলা ২০২০ বঙ্গবন্ধু শেখ মুজিবকে উৎসর্গ করা হবে৷
-
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর যত আয়োজন
বঙ্গবন্ধু মান মন্দির
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় স্থাপন করা হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মান মন্দির৷ কেননা, কর্কটক্রান্তি ও দ্রাঘিমাংশের সংযোগস্থলের বিচারে এই স্থানটি ভৌগলিকভাবে তাৎপর্যপূর্ণ৷ (প্রতীকী ছবি)
-
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর যত আয়োজন
গিনেস রেকর্ড
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি আন্তর্জাতিক পুরস্কার দেয়া হবে৷ লাখলাখ হাতে মানব প্রতিকৃতি তৈরির মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতিকৃতি তৈরি করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত করার কর্মসূচিও রয়েছে৷
-
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর যত আয়োজন
বৃক্ষ রোপন
বঙ্গবন্ধু শেখ মুজিব স্মরণে সারা দেশে এক কোটি বৃক্ষরোপণ করবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়৷
-
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর যত আয়োজন
১৭ মার্চ ২০২১
সোহরাওয়ার্দী উদ্যান বা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মুজিববর্ষের সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হবে৷
-
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর যত আয়োজন
আন্তর্জাতিক পরিসরে
বঙ্গবন্ধুকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে বিভিন্ন দেশে অনুষ্ঠান করার পরিকল্পনা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়৷ বিদেশে অবস্থিত বাংলাদেশের ৭৭টি দূতাবাসে ২৬০টিরও বেশি অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানানো হয়েছে৷
এনআরসি নিয়ে আপাতত চুপ হয়ে গেলেও সিএএ নিয়ে কিন্তু অনড় অবস্থানেই আছে মোদীর দল ও সরকার৷ তাদের তরফ থেকে সরাসরিই বলা হচ্ছে, সিএএ কার্যকর হবে এবং পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে যাওয়া সব মুসলমানকে ভারতছাড়া করা হবে৷
নির্বাচনি ইশতেহারে ছিল বলে একরাতে ৩৭০ ধারা বিলুপ্ত করেছে মোদী সরকার৷ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে তাই শুধু ভারতের পতাকাই উড়ছে৷ তবে এখনো অঘোষিত কারফিউ চলছে সেখানে৷ প্রথম সারির বিরোধী নেতাদের অনেকেই এখনো কার্যত বন্দি৷
কাশ্মীরের অবস্থা দেখে সিএএ নিয়েও শঙ্কা জাগে৷
রাজধানী দিল্লিসহ ভারতের বিভিন্ন শহরে দীর্ঘদিন সিএএবিরোধী আন্দোলন চললেও মোদী সরকার কিন্তু একচুলও সরেনি৷বরং দিল্লিতে দাঙ্গা হতে দিয়ে সিএএ-র প্রতি সমর্থনই প্রকাশ করেছে নগ্নভাবে৷ অনেক জায়গায় পুলিশকে নীরব দর্শকের ভূমিকা পালন করতে দেখা গেছে৷ এ পর্যন্ত ২৩ জন মানুষ মরেছে, জ্বলেছে অনেক গাড়ি-বাড়ি, দোকানপাট৷ কিন্তু প্রথম দু' দিন মোদী ছিলেন নীরব৷
আশীষ চক্রবর্ত্তী, ডয়চে ভেলে
অবশেষে আজ মুখ খুলেছেন নরেন্দ্র মোদী৷ ২৩ জন মানুষের মৃত্যুর পর দিল্লিতে শান্তি ফেরাতে তার এই মুখ খোলা কতটা আন্তরিক, দিল্লিতে দ্রুত শান্তি ফিরবে কিনা, তা বুঝতে সময় লাগবে না৷ তবে দিল্লি শান্ত হলেই ভারত যে শান্ত হয়ে যাবে, বা মোদী সরকার সিএএ এবং এনআরসি প্রত্যাহার করে নেবে, এমনটি ভাবার কোনো কারণ নেই৷
আন্তর্জাতিক চাপ না থাকলে সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে তা হয়ত করেই ছাড়বে মোদী সরকার৷
এ অবস্থায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মোদীকে প্রধান বক্তা করলে সারা বিশ্বে ভুল বার্তা যাবে৷ মোদীর হাতকে করা হবে শক্তিশালী৷ গুজরাট দাঙ্গার জন্য যাকে ‘দায়ী’ করা হয়, যার নেতৃত্বে ধর্মনিরপেক্ষতার দেশ ভারত ধীরে ধীরে হিন্দুরাষ্ট্র হতে চলেছে, তার হাত শক্তিশালী করা বঙ্গবন্ধুর জন্য অসম্মানজনক, সার্বিক বিচারে বাংলাদেশের জন্যও ক্ষতিকর৷