1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

মেসুত ও্যজিল

জার্মান জাতীয় দল এবং আর্সেনালের খেলোয়াড় মেসুত ও্যজিলের জন্ম ১৯৮৮ সালের ১৫ অক্টোবর৷ জাতীয় দলের হয়ে পঞ্চাশবারের বেশি মাঠে নেমেছেন তিনি৷

জার্মানিতে জন্ম নেয়া তুর্কি বংশোদ্ভূত খেলোয়াড় মেসুত ও্যজিল কি কখনো তুরস্কের হয়ে ফুটবল খেলতে চেয়েছিলেন? এমন প্রশ্ন অনেকর মনেই সম্ভবত জেগেছে৷ ও্যজিল নিজেই এক সাক্ষাৎকার উত্তর দিয়েছিলেন৷ তাঁর কথায়, আমি জার্মানির হয়ে খেলার ব্যাপারে কখনো দ্বিধান্বিত ছিলাম না৷ বর্তমানে জার্মান দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় তিনি৷