1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মৃতদের জন্য কনসার্ট!

১৩ সেপ্টেম্বর ২০২০

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর ঐতিহ্যবাহী কনসার্ট গেটাই আয়োজন করা হয় মৃতদের উদ্দেশ্যে৷ করোনার কারণে চলতি বছর সেটি হচ্ছে অনলাইনে৷

https://p.dw.com/p/3iOWf
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি: Victor John Tinga

স্টুডিওতে চোখ ঝলসানো আলো৷ রং বেরঙের পোশাকে মঞ্চে শিল্পীরা৷ দর্শকের বদলে সামনে ক্যামেরা৷ আছেন মৃতদের প্রতিনিধি হিসেবে কয়েকটি প্রতিকৃতিও৷ কনসার্টটির নাম গেটাই৷ দক্ষিণ-পূর্ব এশিয়ায় বসবাসরত চীনা অভিবাসীদের ঐতিহ্যবাহী এক আয়োজন৷

প্রচলিত বিশ্বাস অনুযায়ী, চীনা চন্দ্র বর্ষের সপ্তম মাসে মৃতদের আত্মা পৃথিবীতে ফিরে আসে৷ তাদের বিনোদনের উদ্দেশ্যেই এই আয়োজন হয়ে আসছে সিঙ্গাপুরে৷ মৃতদের জন্য হলেও সাধারণত কয়েক হাজার জীবিত দর্শকের সামনেই গান করেন শিল্পীরা৷ কিন্তু এবার প্রেক্ষাপটটি ভিন্ন৷ খোলা স্থানের বদলে আয়োজনটি হচ্ছে বদ্ধ স্টুডিওতে৷ আর দর্শকদের জন্য ক্যামেরার মাধ্যমে অনলাইনে লাইভ স্ট্রিমিং করা হচ্ছে৷

গোটাই সংগীতের খ্যাতনামা শিল্পী ফেবে হুয়াং৷ প্রতি বছর স্বামীর সঙ্গে এই উৎসবে তিনি দেশজুড়ে গান করে বেড়ান৷ সেখান থেকেই আয় রোজগার জোটে৷ রয়টার্সকে তিনি বলছিলেন, ‘‘মহামারি আঘাত হানার পর দুই-তিনমাস আমাদের কোনো আয় রোজগারই ছিল না৷ আমরা অনলাইনে কিছু আয়ের চেষ্টা করেছি৷ আর এখন গোটাই-এর লাইভ স্ট্রিমিং শুরু হয়েছে৷'' কিন্তু দর্শকবিহীন আয়োজনে শিল্পীরা আগের সেই আমেজ পাচ্ছেন না৷ তেমনটাই বলছিলেন ৩৭ বছরের অভিজ্ঞতা সমৃদ্ধ শিল্পী স্যাম লু৷

তবে আয়োজকরা বলছেন ভিন্ন কথা৷ তাদের মতে, এবার বরং আরো ব্যপক দর্শকের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে৷ গোটাই কনসার্ট প্রযোজনা করে এমন একটি কোম্পানির প্রতিষ্ঠাতা আরোন ট্যান জানিয়েছেন, কিছু অনলাইন কনসার্ট লাখো দর্শক দেখছেন৷ লাইভ শোগুলোর মাধ্যমে ভবিষ্যতের জন্য তারা নতুন দর্শকদেরও আকৃষ্ট করতে পারছেন৷

এফএস/এসিবি (রয়টার্স)